কলকাতা, 29 সেপ্টেম্বর : দেশ এবং রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যের কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন সদ্য নিযুক্ত পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জিতিন প্রসাদ। AICC-র এই সদস্য গৌরব গগৈয়ের স্থলাভিষিক্ত হয়েছেন । ক্রমবর্ধমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, দেশজুড়ে কৃষিজাত দ্রব্যের কালোবাজারি এবং কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের বিরোধিতায় রাজ্যের কংগ্রেস বিধায়কদের প্রতিবাদের রণকৌশল কী হবে তা নিয়ে আজ দুপুরে দীর্ঘক্ষণ দিল্লি থেকেই অনলাইনে বৈঠক করেন জিতিন প্রসাদ । মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি-সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি । বৈঠকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।
কংগ্রেসের বিধায়কদের নিয়ে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সংগঠনকে আরও সক্রিয় এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াবার জন্য লাগাতার কর্মসূচি নিতে বলেছেন । দলে নতুন মুখের প্রয়োজনীয়তার কথা ভার্চুয়াল বৈঠকে রাজ্যের কংগ্রেস বিধায়কদের বুঝিয়েছেন জিতিন প্রসাদ । 2021 সালের বিধানসভা নির্বাচনে কীভাবে দলের ফল আরও বেশি আশানুরূপ হয় সে বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাত, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী-সহ দলের অন্যান্য বিধায়কের সঙ্গে ।