পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দায়িত্ব পাওয়ার পর দ্বিতীয়বার ভার্চুয়াল বৈঠক জিতিন প্রাসাদের

2021 সালের বিধানসভা নির্বাচনে কীভাবে দলের ফল আরও বেশি আশানুরূপ হয় সেই নিয়ে রাজ্যের কংগ্রেস বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন সদ্য নিযুক্ত পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জিতিন প্রসাদ ।

second virtual meeting of Jitin Prasad
second virtual meeting of Jitin Prasad

By

Published : Sep 29, 2020, 10:08 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : দেশ এবং রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যের কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন সদ্য নিযুক্ত পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জিতিন প্রসাদ। AICC-র এই সদস্য গৌরব গগৈয়ের স্থলাভিষিক্ত হয়েছেন । ক্রমবর্ধমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, দেশজুড়ে কৃষিজাত দ্রব্যের কালোবাজারি এবং কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের বিরোধিতায় রাজ্যের কংগ্রেস বিধায়কদের প্রতিবাদের রণকৌশল কী হবে তা নিয়ে আজ দুপুরে দীর্ঘক্ষণ দিল্লি থেকেই অনলাইনে বৈঠক করেন জিতিন প্রসাদ । মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি-সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি । বৈঠকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

কংগ্রেসের বিধায়কদের নিয়ে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সংগঠনকে আরও সক্রিয় এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াবার জন্য লাগাতার কর্মসূচি নিতে বলেছেন । দলে নতুন মুখের প্রয়োজনীয়তার কথা ভার্চুয়াল বৈঠকে রাজ্যের কংগ্রেস বিধায়কদের বুঝিয়েছেন জিতিন প্রসাদ । 2021 সালের বিধানসভা নির্বাচনে কীভাবে দলের ফল আরও বেশি আশানুরূপ হয় সে বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাত, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী-সহ দলের অন্যান্য বিধায়কের সঙ্গে ।

নেপাল মাহাত স্পষ্টতই জানিয়ে দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলগতভাবে একক লড়াই করুক এমনটাই চান তিনি । বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় না গেলেই বোঝা যাবে রাজ্যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা কতটা রয়েছে । যদিও হাই কমান্ডের সিদ্ধান্তই যে চূড়ান্ত, সে কথা মেনে নিয়েছেন বামফ্রন্টের সঙ্গে সমঝোতা বিরোধী বিধায়করা ।

জিতিন প্রসাদ প্রথমদিনের বৈঠকেই কিছুটা হলেও আঁচ পেয়েছিলেন কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের । আজকের ভার্চুয়াল বৈঠকে সোমেন পন্থীদের সঙ্গে অধীর চৌধুরীর অনুগামীদের মতানৈক্য স্পষ্ট হয়েছে AICC নিযুক্ত পশ্চিমবঙ্গের নতুন পর্যবেক্ষক জিতিন প্রসাদের কাছে । খুব তাড়াতাড়ি এ রাজ্যে এসে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন জিতিন প্রসাদ । সূত্রের খবর, আজ বৈঠক শেষে বহু পুরনো একটি কথা বলেছেন জিতিন প্রসাদ । তা হল, দলের স্বার্থে কোন্দল বন্ধ হোক ।

ABOUT THE AUTHOR

...view details