কলকাতা, 30 নভেম্বর:1 ডিসেম্বর থেকেই শহরজুড়ে চালু হচ্ছে উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ । আর তার আগে শেষ দফায় 8-16 নং বরোর সমস্ত কাউন্সিলর ও আধিকারিকদের নিয়ে হল জঞ্জাল সাফাই বিভাগের কর্মশালা । উপস্থিত ছিলেন বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ দেবব্রত মজুমদার, ডিজি শুভাশিস চট্টপাধ্যায়-সহ বিভাগীয় কর্তারা ।
এক সময় অনেকেই কটাক্ষ করে কলকাতাকে জঞ্জাল নগরী বলে ডাকতেন । তবে বদলেছে সময়, বদলেছে প্রযুক্তি । মেয়র ফিরহাদ হাকিম শপথ নিয়েই বলেছিলেন জঞ্জালমুক্ত শহর গড়বেন । সেই উদ্দেশ্যে অগ্রসর হয়েই 27টি ওয়ার্ডে চালু হয়েছিল উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণ প্রকল্প । এ বার হবে বাকি সমস্ত ওয়ার্ডে । উদ্দেশ্য, জঞ্জাল তৈরি না হতে দেওয়া । উৎপন্ন বর্জ্যকে সম্পদে পরিণত করা । তবে রাতারাতি যে সেই কাজ হবে না তাও মানছেন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার ।