কলকাতা, ৭ মে : ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে ICSE মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্বেষা চট্টোপাধ্যায় । এছাড়াও ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের আরও তিন পড়ুয়া । ভবিষ্যতে কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে গবেষণা করতে চায় সে ।
প্রশ্ন : এত ভালো ফলাফল । কেমন লাগছে এবং কতটা প্রত্যাশিত ছিল ?
অন্বেষা : খুব আনন্দ হচ্ছে । সবাই অভিনন্দন জানাচ্ছে । খুব গর্ব হচ্ছে নিজের উপর । প্রথমে বিশ্বাস হয়নি। তারপর যখন TV-তে দেখলাম তখন খুব আনন্দ হল । আনএক্সপেক্টেড ছিল। ৯৬ বা ৯৭ শতাংশ পর্যন্ত এক্সপেক্ট করেছিলাম। তার বেশি যে হবে এক্সপেক্ট করিনি।
প্রশ্ন : প্রস্তুতি কীভাবে নিয়েছিলে ? সারাদিন কি বইয়ের মধ্যে মাথা গুঁ-জে বসে থাকতে ? নাকি সবকিছুকে নিয়েই চলত পড়াশোনার প্রস্তুতি ?
উত্তর : আমি গার্ডেন হাইস্কুল এবং ফিটজি দুটোই করেছি । অনেকে ভাবে দু'টো একসঙ্গে করলে খুব চাপ হয়ে যায় । কিন্তু সেরকম কিছু হয়নি । চাপে একদমই ছিলাম না । প্রতিদিন পড়েছি । পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা ওরকম কিছু না । প্রতিদিন পড়াশোনা করেছি । ঠিকঠাক টাইমে পড়েছি । আর বেশি কিছু করতে হয়নি এর জন্য ।
প্রশ্ন : আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাও ?
উত্তর : ইলেভেনে আমি পিওর সায়েন্স নিয়ে পড়ছি । তারপর জেনেরাল লাইনে পড়ার ইচ্ছা আছে । ইচ্ছা আছে রিসার্চের দিকে যাওয়ার ।
প্রশ্ন : এখনকার দিনে বেশিরভাগই ডাক্তার বা ইঞ্জিনিয়র হতে চায় । সেখানে দাঁড়িয়ে গবেষণা কেন ?