পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 16, 2019, 2:29 AM IST

Updated : Oct 16, 2019, 4:20 AM IST

ETV Bharat / state

দিদিকে বলোর দ্বিতীয় পর্যায় : এবার 600 নেতা রাত কাটাবেন 2000 গ্রামে

'দিদিকে বলো' কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর আগে আজ দলের ব্লক এবং টাউন সভাপতিদের সঙ্গে তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা । বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি-সহ দলের প্রথম সারির নেতারা ।

দিদিকে বলোর দ্বিতীয় পর্যায়

কলকাতা, 15 অক্টোবর : শুরু হচ্ছে 'দিদিকে বলো' কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ । এবারে ব্লক এবং টাউন সভাপতিদের ৩ দিন করে গ্রামে থেকে কাজ করার জন্য নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । দলের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, 27 অক্টোবরের মধ্যে কম করে 2টো গ্রামে থেকে 'দিদিকে বলো' কর্মসূচি নিতে হবে । সব মিলিয়ে মোট 600 নেতা 2000 গ্রামে থেকে 'দিদিকে বলো' কর্মসূচি সম্পন্ন করবেন । আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের প্রায় 10 হাজার গ্রামে 'দিদিকে বলো' কর্মসূচি করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল নেতৃত্ব ।

'দিদিকে বলো' কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর আগে আজ দলের ব্লক এবং টাউন সভাপতিদের সঙ্গে তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা । বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি-সহ দলের প্রথম সারির নেতারা । প্রায় 2 ঘণ্টার বৈঠকে উপস্থিত দলের ব্লক এবং টাউন সভাপতিদের ভোকাল টনিক দেওয়া হয় ।

সূত্রের খবর, বৈঠকে এক শীর্ষ নেতা বলেন, "দিদিকে বলো কর্মসূচি ঠিক ঠাক ভাবে করতে পারলে আগামী 50 বছরেও কেউ কিছু করতে পারবে না ।" অন্যদিকে, আগামী 19 থেকে 24 অক্টোবর গোটা রাজ্য জুড়ে সম্প্রীতি যাত্রা করার উদ্যোগ নিয়েছে তৃণমূল । এই সম্প্রীতি যাত্রার মাধ্যমে একদিকে সাধারণ মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানাবেন তৃণমূলের নেতা-কর্মীরা, অন্যদিকে তাঁরা জনসাধারণের মধ্যে তুলে ধরবেন রাজ্যের উন্নয়ন বার্তা ।

Last Updated : Oct 16, 2019, 4:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details