পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ দ্বিতীয় দফায় কোরোনার প্রতিষেধক ঢুকছে রাজ্যে

রাজ্যে ঢুকছে দ্বিতীয় দফার কোরোনার প্রতিষেধক । প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় প্রতিষেধকের সংখ্যা বেশি । পুনে থেকে আসছে এই প্রতিষেধক ।

আজ দ্বিতীয় পর্যায়ের কোরোনার প্রতিষেধক ঢুকছে রাজ্যে
আজ দ্বিতীয় পর্যায়ের কোরোনার প্রতিষেধক ঢুকছে রাজ্যে

By

Published : Jan 20, 2021, 10:45 AM IST

কলকাতা, 20 জানুয়ারি : 8 দিনের মাথায় আজ ফের কোরোনার প্রতিষেধক আসতে চলেছে রাজ্যে । এটা দ্বিতীয় দফায় কোরোনা প্রতিষেধক আসছে । প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় বেশি পরিমাণে কোরোনার প্রতিষেধক আসছে রাজ্য । এমনটাই জানা গেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে ।

আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের কারণে কোরোনার দুটি প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার । চলতি মাসের 16 তারিখ থেকে দেশজুড়ে কোরোনার প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল । দেশের বিভিন্ন প্রান্তে কোভিশিল্ড নয়ত কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ করা হচ্ছে ।

আরও পড়ুন : দ্বিতীয় দিনে রাজ্যে কমল ভ্যাকসিনেশনের হার, সংশয়ে ভবিষ্যৎ

প্রথম দফায় 12 জানুয়ারি পশ্চিমবঙ্গে কোভিশিল্ড এসেছিল । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যে প্রথম দফায় কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ় আসে । আজ দ্বিতীয় দফায় প্রতিষেধক আসছে । এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এটা খুবই উৎসাহজনক খবর যে, আজ রাজ্যে দ্বিতীয় পর্যায়ের কোরোনার প্রতিষেধক আসছে । এবার 6.99 লাখ ডোজ় আসছে ।"

রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, প্রথম দফার মতোই দ্বিতীয় দফায় রাজ্যে পুনে থেকে আসছে কোভিশিল্ড । কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবে । প্রথমে বাগবাজারে অবস্থিত রাজ্যের স্টোরে নিয়ে যাওয়া হবে ভ্যাকসিন । পরে এই স্টোর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে এই প্রতিষেধক ।

ABOUT THE AUTHOR

...view details