পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: পরপর অশান্তির জের, পঞ্চায়েতের মনোনয়ন পেশের ভিডিয়োগ্রাফির নির্দেশ কমিশনের - SEC orders videography

রাজ্যের বিভিন্ন অংশে পরপর অশান্তির জেরে এ বার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশের প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন ৷

Panchayat Election 2023
Panchayat Election 2023

By

Published : Jun 11, 2023, 12:02 PM IST

Updated : Jun 11, 2023, 12:25 PM IST

কলকাতা, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশের প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফির নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন ৷ পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে হিংসার ঘটনা ঘটছে ৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়াকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে এ বার মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷

গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন নবনির্বাচিত রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ তিনি জানান যে, আগামী 8 জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন হবে ৷ তার জন্য পরদিন থেকেই মনোনয়ন পত্র পেশ করা শুরু হয়ে যাবে ৷ এবং আগামী 15 জুন পর্যন্ত মনোনয়ন পত্র পেশ করা যাবে বলে ঘোষণা করেন তিনি ৷ এত কম সয়মে পঞ্চায়েতের এত আসনে মনোনয়ন পেশ খুবই সমস্যার বলে জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা ৷

সেই মামলার শুনানিতে আদালতও এটা স্বীকার করে নেয় যে, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য যে সময় দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কমিশনের মনোভাবে মনে হচ্ছে যে, তাড়াহুড়ো করা হচ্ছে ৷ সেই শুনানিতেই মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করার জন্য নির্বাচন কমিশমকে বলেছিল হাইকোর্ট ৷

আরও পড়ুন:প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরে তৃণমূল কর্মীকে গুলি

এরপর মনোনয়ন পত্র পেশ করা শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন অংশে হিংসার ঘটনা ঘটতে দেখা যায় ৷ মনোনয়ন পেশের প্রথম দিনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় খড়গ্রামের কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের ৷ মনোনয়ন জমা দেওয়া সংক্রান্ত অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে সালার ও ডোমকলও । শুক্রবার মাঝরাতে বিবাদের জেরে বোমাবাজি হয় সামশেরগঞ্জে ৷ উদ্ধার হয় মজুত রাখা বোমা ৷ মনোনয়ন পত্র পেশে করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও ৷ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির হিসাবরক্ষক বিদ্যুৎ ঘোষকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর বিরুদ্ধে ।

এমনই নানা ঘটনার রাজ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হওয়া এবং হাইকোর্টের পর্যবেক্ষণ - এই দুটি বিষয়কে মাথায় রেখে রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন পেশ করার পুরো প্রক্রিয়াকে ভিডিয়োগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ মনোনয়ন পেশের প্রক্রিয়াকে সুষ্ঠু ও অবাধ করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Jun 11, 2023, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details