কলকাতা, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশের প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফির নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন ৷ পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে হিংসার ঘটনা ঘটছে ৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়াকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে এ বার মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷
গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন নবনির্বাচিত রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ তিনি জানান যে, আগামী 8 জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন হবে ৷ তার জন্য পরদিন থেকেই মনোনয়ন পত্র পেশ করা শুরু হয়ে যাবে ৷ এবং আগামী 15 জুন পর্যন্ত মনোনয়ন পত্র পেশ করা যাবে বলে ঘোষণা করেন তিনি ৷ এত কম সয়মে পঞ্চায়েতের এত আসনে মনোনয়ন পেশ খুবই সমস্যার বলে জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা ৷
সেই মামলার শুনানিতে আদালতও এটা স্বীকার করে নেয় যে, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য যে সময় দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কমিশনের মনোভাবে মনে হচ্ছে যে, তাড়াহুড়ো করা হচ্ছে ৷ সেই শুনানিতেই মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করার জন্য নির্বাচন কমিশমকে বলেছিল হাইকোর্ট ৷