কলকাতা, 15 জুলাই:পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির কমিশনকে জমা দেওয়া বুথের তালিকা জেলাশাসকদের দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। তালিকা-সংক্রান্ত রিপোর্ট শীঘ্রই জমা দেওয়ার নির্দেশ-চিঠি রাজীবা সিনহার। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে সেখানে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। তাই তড়িঘড়ি জেলাশাসকদের চিঠি কমিশনের ৷
রাজ্যে 8 জুলাই পঞ্চায়েত ভোট হয় । 9 জুলাই পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের কাছে দীর্ঘ বুথের তালিকা জমা দেয় বিজেপি ৷ তালিকা তৈরি করে কমিশনকে ই-মেল করেন বিজেপির শিশির বাজোরিয়া । 9 তারিখে পাঠানো সেই তালিকার ভিত্তিতেই এবার জেলাশাসকদের রিপোর্ট পেশের নির্দেশ দিল কমিশন ।
জেলাশাসকদের সামনে বেশ কয়েকটি প্রশ্ন রেখে রিপোর্ট তলব করেছেন রাজ্য নির্বাচন কমিশনার । যেখানে বিজেপির তালিকাভুক্ত কোনও বুথে 11 জুলাই পুনর্নির্বাচন হয়েছে কি না, সেই বিষয়টি জেলাশাসকদের কাছ জানতে চাওয়া হয়েছে । তালিকাভুক্ত বুথগুলিতে ভোট পরবর্তী স্ক্রুটিনি হয়েছে কি না? সেই বিষয়টিও জেলাশাসকদের রিপোর্টে জানাতে বলেছেন রাজীবা সিনহা ।