কলকাতা, 10 অক্টোবর: জারি হল 144 ধারা (144 Imposed in Mominpur) ৷ মোমিনপুরে উত্তেজনার জেরে এই ধারা লাগু করল কলকাতা পুলিশ ৷ রবিবার রাত থেকে দক্ষিণ কলকাতার এই এলাকায় বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ এরপর একবালপুর থানাতেও ভাঙচুর চালানো হয় ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন । এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তাই বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায় । এবার আরও কড়া পদক্ষেপ করল পুলিশ ৷ শেষমেশ জারি হল 144 ধারা ।
গোলমালের জেরে সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মোমিনপুর এলাকা ৷ ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় মানুষ ৷