পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sec 144 imposed in Mominpur : মোমিনপুরে 144 ধারা জারি করল কলকাতা পুলিশ - sec 144 imposed in mominpur of kolkata

জারি হল 144 ধারা ৷ মোমিনপুরে উত্তেজনার জেরে এই ধারা লাগু করল কলকাতা পুলিশ (144 Imposed in Mominpur) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 11, 2022, 9:43 AM IST

কলকাতা, 10 অক্টোবর: জারি হল 144 ধারা (144 Imposed in Mominpur) ৷ মোমিনপুরে উত্তেজনার জেরে এই ধারা লাগু করল কলকাতা পুলিশ ৷ রবিবার রাত থেকে দক্ষিণ কলকাতার এই এলাকায় বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ এরপর একবালপুর থানাতেও ভাঙচুর চালানো হয় ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন । এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তাই বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায় । এবার আরও কড়া পদক্ষেপ করল পুলিশ ৷ শেষমেশ জারি হল 144 ধারা ।

গোলমালের জেরে সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মোমিনপুর এলাকা ৷ ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় মানুষ ৷

আরও পড়ুন : 2 বিজেপি বিধায়ককে ভবানী ভবনে তলব সিআইডির

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যেতে গেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ ৷ নিউটাউনের বাড়ি থেকে সুকান্ত খিদিরপুরের উদ্দেশে যাওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ ৷ প্রথমে তাঁকে সেখানে যেতে বারণ করে পুলিশ ৷ পুলিশের কথা না শুনে বিজেপির রাজ্য সভাপতি খিদিরপুরের উদ্দেশে রওনা দিলে, চিংড়িঘাটা মোড়ের কাছে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ পরে সুকান্তকে লালবাজারে নিয়ে যাওয়া হয় ।

গোলমালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত । উত্তেজনা স্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details