পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sealdah Metro: রবিবার বাদে সপ্তাহে ছয় দিনই চলবে শিয়ালদা-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা - গতকাল উদ্বোধন হলেও শুরু হয়নি যাত্রী পরিষেবা

সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল অর্থাৎ সোমবার উদ্বোধন হয়েছে শিয়ালদা মেট্রোর ৷ শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মিলবে এই মেট্রো পরিষেবা। গতকাল পূর্ব-পশ্চিম মেট্রোর শিয়ালদা নতুন স্টেশন উদ্বোধন হওয়ার পড়ই আজ অর্থাই মঙ্গলবার প্রকাশিত হল ওই রুটে মেট্রোর পরিষেবা সংক্রান্ত তথ্য (Sealdah Metro Will Start from 14 July)। কী দেওয়া হয়েছে সেই তথ্যতে ? জেনে নিন...

Sealdah Metro
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মিলবে এই মেট্রো পরিষেবা

By

Published : Jul 12, 2022, 10:14 PM IST

কলকাতা, 12 জুলাই: গতকাল হাওড়া ময়দান স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর আজই প্রকাশিত হল ওই রুটে মেট্রোর পরিষেবা সংক্রান্ত তথ্য (Sealdah Metro Will Start from 14 July) ৷

গতকাল উদ্বোধন হলেও শুরু হয়নি যাত্রী পরিষেবা ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত 9 কিমি যাত্রাপথে চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ আগামী পরশু থেকে শুরু হবে মেট্রো পরিষেবা।

আরও পড়ুন :শিয়ালদা মেট্রো উদ্বোধনের আমন্ত্রণ পত্রে নাম নেই মুখ্যমন্ত্রীর, যাচ্ছেন না তৃণমূল নেতারা

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 7 টায় ওই রুটে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 7 টায়। সপ্তাহের ছয় দিনই ওই নির্ধারিত সময়েই যাত্রা শুরু করবে মেট্রো রেল। ছয় দিনে মেট্রো পরিষেবা চালু থাকবে রাত সাড়ে 9টা পর্যন্ত। সপ্তাহের একটি দিন অর্থাৎ রবিবার আপাতত বন্ধ রাখা হবে ওই রুটের মেট্রো পরিষেবা ৷দিনের ব্যস্ততম সময়ে প্রতি 10 মিনিটে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও অন্যান্য সময়ে প্রতি 12 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো ৷ সুষ্ঠুভাবে পূর্ব-পশ্চিম মেট্রোতে পরিষেবা দেওয়ার জন্য চালানো হবে দিনে 100টি বাতানুকূল রেক।

ABOUT THE AUTHOR

...view details