পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sealdah Metro: 11 জুলাই উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রোর, থাকতে পারেন স্মৃতি ইরানি

জল্পনার অবসান ৷ আগামী সোমবার অর্থাৎ 11 জুলাই উদ্বোধন হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের পরের স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro Station to be inaugurated on 11 July) । কবে থেকে যাত্রী পরিষেবা পাওয়া যাবে তা জেনে নিন ৷

Sealdah Metro
11 জুলাই উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রোর

By

Published : Jul 9, 2022, 3:26 PM IST

Updated : Jul 9, 2022, 4:13 PM IST

কলকাতা, 9 জুলাই: আগামী সোমবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro Station to be inaugurated on 11th July) ৷ সোমবারের এই মেট্রোর উদ্বোধনে থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ এই স্টেশন চালু হয়ে গেলে, মেট্রো রেলেই শিয়ালদা থেকে পৌঁছনো যাবে সেক্টর ফাইভে।

11 জুলাই উদ্বোধন হলেও ওই দিন থেকেই চালু হচ্ছে না যাত্রী পরিষেবা। 14 জুলাই বাণিজ্যিকভাবে চালু হবে শিয়ালদা মেট্রো স্টেশন। তাই আগামী বৃস্পতিবার থেকেই সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা পর্যন্ত মেট্রোতে যাতায়াত করা যাবে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে এই পরিষেবা । এবার এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চলেছে শিয়ালদা স্টেশনটিও।

মাটির থেকে প্রায় 18 মিটার নীচে অবস্থিত রয়েছে শিয়ালদা স্টেশন । একবার এই স্টেশনটি চালু হলে দেশের অন্যতম ব্যস্ত স্টেশনে পরিণত হবে এটি । তাই ভিড় সামাল দিতে ডবল ডিসচার্জ স্টেশন করা হয়েছে । যাত্রীদের ওঠা-নামার সুবিধার জন্য দু'দিকের প্ল্যাটফর্মই ব্যবহার করা হবে ৷

আরও পড়ুন :করোনা সংক্রমণ বাড়লেও এখনই বন্ধ হচ্ছে না স্কুল-কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী

Last Updated : Jul 9, 2022, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details