পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হায়দরাবাদে ধর্ষকদের এনকাউন্টার, কলকাতায় সাজা 10 বছরের - Sealdah Court addressed ten years of imprisonment

পাঁচ বছর আগের একটি মামলায় কলকাতায় 10 বছরের সাজা হল এক ব্যক্তির ।

imprisonment
ছবিটি প্রতীকী

By

Published : Dec 7, 2019, 5:39 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর : হায়দরাবাদে এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার ধর্ষকের । দেশের বেশিরভাগ মানুষ সমর্থন জানালেও, কয়েকজন এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে । প্রশ্ন উঠেছে আদৌ এই এনকাউন্টার সঠিক তো? এর মাঝেই কলকাতায় 10 বছরের জেল হল এক ধর্ষকের । যা বোঝালো আইনের হাত অনেকটাই লম্বা ।

ধর্ষণের ঘটনাটি 2014 সালের 1 নভেম্বরের । উলটোডাঙা মেইন রোডের লক্ষ্মী গায়েন দায়ের করেন একটি অভিযোগ । জানান, 47 বছরের শম্ভু হালদার সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে । নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে । বাহানা ছিল লুডো খেলা । ঘটনার তদন্তে নামে পুলিশ । POCSO ধারায় রুজু করা হয় মামলা । প্রমাণ পাওয়ার পর সেই মোতাবেক দেওয়া হয় চার্জশিট । সঙ্গে ওই নাবালিকার মেডিকেল টেস্টের রিপোর্টও দেওয়া হয় আদালতে ।

মামলাটির বিচার চলছিল প্রায় পাঁচ বছর ধরে । গতকাল রায় দিল শিয়ালদা আদালত । যাতে শম্ভু হালদারের 10 বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । সঙ্গে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা । সবশেষে ঘটনার তদন্তকারী অফিসার তন্ময় দত্তের মুখে দেখা গেল চওড়া হাসি‌ ।

ABOUT THE AUTHOR

...view details