কলকাতা, 5 এপ্রিল : কয়লা কাণ্ডে কলকাতার নিজাম প্য়ালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের এসডিপিও দুর্বার বন্দ্য়োপাধ্য়ায় ৷ একইসঙ্গে হাজিরা দিলেন কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালা ৷ ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা ৷
সিবিআই সূত্রে খবর, রঘুনাথপুরের এসডিপিও-র জন্য একগুচ্ছ প্রশ্ন সাজিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁদের প্রশ্ন, তাঁর এলাকায় যে দেদার কয়লা পাচার হচ্ছে, সেকথা কি জানতেন দুর্বার ? জানলে পাচার রুখতে তিনি কি কোনও পদক্ষেপ করেছিলেন ? করে থাকলে কী কী ব্যবস্থা নিয়েছিলেন তিনি ? সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের পরও কেন বন্ধ হল না পাচারের রমরমা কারবার ? আর যদি তিনি কোনও ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে প্রশ্ন হবে কেন তিনিও সবকিছু জেনেও নির্বিকার ছিলেন ? আর যদি এসডিপিও বলেন, তাঁর কাছে পাচারের কোনও খবর ছিল না, তাহলে প্রশ্ন উঠবে এটা কীভাবে সম্ভব ? তাহলে কি রঘুনাথপুর মহকুমার পুলিশ ঠিক মতো তাদের কাজ করছে না ?