পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবন অভিযানে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গ্রেপ্তার 37 - যুব কংগ্রেসের শতাধিক সমর্থক

আজ দুপুরে রাজভবনের গেটে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের শতাধিক সমর্থক । তাদের দাবি, বিধানভবন আক্রমণে অভিযুক্ত BJP - র যুব মোর্চার কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব কংগ্রেসের কর্মীদের ।

ছবি

By

Published : Nov 18, 2019, 4:29 PM IST

Updated : Nov 18, 2019, 5:26 PM IST

কলকাতা, 18 নভেম্বর : রাজভবন অভিযান ঘিরে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনায় এখনও পর্যন্ত 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধানভবনে হামলার প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে যুব কংগ্রেস ।

আজ দুপুরে রাজভবনের গেটে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের শতাধিক সমর্থক । তাদের দাবি, বিধানভবনে হামলায় অভিযুক্ত BJP-র যুব মোর্চার কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব কংগ্রেস কর্মীদের । ঘটনায় 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

প্রদেশ কংগ্রেস ভবনে BJP-র যুব মোর্চার হামলার প্রতিবাদে রাজ্যপালের কী ভূমিকা হওয়া উচিত, তা নিয়েও সরব হয় যুব কংগ্রেস কর্মীরা । তাদের অভিযোগ, BJP-র গুন্ডারা তাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে । কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি । যুব কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যপাল, পুলিশ প্রশাসন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং BJP একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী । গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে ।"

পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে লালবাজার নিয়ে গেছে ।

Last Updated : Nov 18, 2019, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details