কলকাতা, 10 এপ্রিল : চৈত্র মাসেই গরমের দাপট দেখছে দক্ষিণবঙ্গ ৷ কড়া রোদের তেজ আর গরমে হাঁসফাস অবস্থা বঙ্গবাসীর ৷ এই পরিস্থিতিতে মধ্যেই দক্ষিণবঙ্গবাসীকে বৃষ্টি সংক্রান্ত কোনও সুখবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷ বরং আগামি কয়েকটা দিনে গরম আরও বাড়ার পূর্বাভাস রয়েছে ৷
দাপট বাড়ছে গরমের। সূর্যোদয় থেকেই তাপমাত্রার পারদ চড়ছে চড়চড়িয়ে । এমনকী এতটাই রোদের তেজ যে বাইরে পা রাখাই কষ্টকর হয়ে পড়ছে । চিকিৎসকরা বলছেন প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না । বেশিক্ষণ রোদে থাকলে হিট স্ট্রোকও হতে পারে । ঘাম সেভাবে না হলেও চড়া তাপমাত্রায় ত্রাহি ত্রাহি অবস্থা । হাওয়া অফিস ইতিমধ্যে সামনের পাঁচটি দিনে তাপপ্রবাহের শঙ্কা উড়িয়ে দেয়নি । কারণ রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিরাট অঞ্চল জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে । যার প্রভাব থেকে বিশেষ করে বঙ্গ বাদ যাবে না বলে মনে করা হচ্ছে ।