পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিক্রি গবেষকদের - কোরোনা

কোরোনার জের , হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিক্রি গবেষকদের ৷

ছবি
ছবি

By

Published : Mar 20, 2020, 8:31 PM IST

Updated : Mar 20, 2020, 10:08 PM IST

কলকাতা, 20 মার্চ: কলকাতা, 20 মার্চ: কোরোনা আতঙ্কিত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন গবেষকেরা৷ এক অভিনব উদ্যোগ নিলেন তাঁরা । নিজেরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বিনামূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন যাতে উপকৃত হবে আমজনতা ৷ খুব শীঘ্রই তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিলি করবেন এই হ্যান্ড স্যানিটাইজার ৷

কোরোনা আতঙ্কে বাজারে স্যানিটাইজা়রের ঘাটতি দেখা দিয়েছে ৷ বাড়তি দাম দিয়ে কিনতে চাইলেও মিলছে না স্যানিটাইজার । ওষুধের দোকানদাররা জানিয়েছেন যে অনলাইনে অর্ডার দিয়েও কোনও লাভ হচ্ছে না ৷ অনলাইনে স্যানিটাইজার পাওয়া যাচ্ছে এক মাস পর ৷ তাই এবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে একদল গবেষক নিজেরা হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিনামূল্যে বিতরণ করছেন ৷

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, গ্রামের দিকে তেমনভাবে স্যানিটাইজার মেলেনা ৷বাংলা সংস্কৃতি মঞ্চের প্রয়াসে তিন গবেষকের চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে ৷ এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হলেন শহরের তিন গবেষক । WHO-র নির্দেশ মেনেই গবেষকরা বানিয়েছেন এই জীবাণু প্রতিরোধক দ্রব্যটি । খুব দ্রুতই সাধারণ মানুষের কাছে বিলি করার প্রয়াস নেবেন তাঁরা ।

এই প্রসঙ্গে ETV ভারতকে প্রধান গবেষক তন্ময় ঘোষ বলেন, " যারা উচ্চবিত্ত তাঁরা হয়তো বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার কিনতে পারবেন, তবে নিম্ন-মধ্যবিত্ত মানুষদের পক্ষে অনেক টাকা দিয়ে স্যানিটাইজা়রের কেনা সম্ভব নয় তাই সেই ধরনের মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি । কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য মন্ত্রকে আর্থিক সাহায্য চেয়েছি ।"

WHO-এর গাইডলাইন মেনে তৈরি হচ্ছে জীবাণুনাশক । মূল সামগ্রী হিসেবে রয়েছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, বিশুদ্ধ জল, গ্লিসারিন ও আরও দু-একটি সামগ্রিক মিশ্রণে তৈরি হচ্ছে বোতলের পর বোতল হ্যান্ড স্যানিটাইজার ৷

Last Updated : Mar 20, 2020, 10:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details