কলকাতা, 5 ফেব্রুয়ারি : 12 ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলছে রাজ্যের স্কুলগুলি । গতকাল সেই মর্মে জারি হয়ে গেছে সরকারি বিজ্ঞপ্তি । কোরোনার জেনেরাল গাইডলাইনস অন রি-ওপেনিং অফ স্কুলস' শীর্ষক বুকলেটটিতে বিষয়ভিত্তিক অধ্যায় ভাগ করা হয়েছে । স্কুল খোলার আগের প্রস্তুতি কী নিতে হবে এবং স্কুল চলাকালীন কী প্রস্তুতি নিতে হবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে । এক নজরে দেখে নেওয়া যাক কী রয়েছে এই গাইডলাইনটিতে...
স্কুল খোলার আগের প্রস্তুতি :
- স্কুল ক্যাম্পাসকে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে । প্রতিটি ক্লাসরুম, টিচার্স রুম, করিডর, টয়লেট, পানীয় জলের জায়গা, ব়্যাম্প এবং হ্যান্ডেল, রিসোর্স রুম, সিঁড়ি জীবাণুমুক্ত করতে হবে । স্কুল খোলার আগে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে ।
- জমায়েত এড়াতে স্কুলের গেটে, কমন রুমে, করিডরে, পানীয় জলের জায়গায় কোভিডের স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা করতে হবে ।
- সামাজিক দূরত্ব মেনে ক্লাসরুমে পড়ুয়াদের বসানোর ব্যবস্থা করতে হবে । একটি বেঞ্চের দুটি কোণে দুইজন ও পরের বেঞ্চের মাঝে একজন অথবা একটি বেঞ্চের এককোণে একজন ও পরের বেঞ্চে অন্য কোণে আর একজন, এই দুটি মডেল ব্যবহার করা যেতে পারে ক্লাসরুমে ।
- স্কুল খোলার আগে কোরোনা নিয়ে সচেতন করতে জায়গায় জায়গায় পোস্টার, ব্যানার, ওয়াল পেন্টিং রাখতে হবে ।
- মাস্ক পরা বাধ্যতামূলক তা জানিয়ে স্কুল কর্তৃপক্ষকে নোটিস জারি করতে হবে ।
- পড়ুয়ার জ্বর, সর্দি বা অন্য কোনও অসুখ হলে তাকে স্কুলে না পাঠানোর জন্য অভিভাবকদের নির্দেশ দেওয়া হবে । সেক্ষেত্রে সংশ্লিষ্ট পড়ুয়াকে অন্তত 7দিন ঘরে থাকতে হবে ।
- স্কুলে একটি আইসোলেশন রুম চিহ্নিত করে রাখতে হবে । যেখানে একটি বেড থাকবে । যাতে স্কুল চলাকালীন কোনও পড়ুয়া অসুস্থ হয়ে গেলে তাকে সেখানে রাখা যায় ।
- স্কুল চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে তার কেয়ার কীভাবে করতে হবে সেব্যাপারে শিক্ষক ও কর্মচারীদের সঠিকভাবে জানতে হবে ।
- সব কম্পিউটার, ল্যাবের যন্ত্র, লাইব্রেরির বই, রিসোর্স রুমের জিনিসপত্র নির্দিষ্ট সময়ের ব্যবধানে জীবাণুমুক্ত করতে হবে ।
- এমার্জেন্সিতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য একটি নম্বরের ডাইরেক্টরি তৈরি করতে হবে ।
- কন্টেনমেন্ট জ়োনের পড়ুয়ারা স্কুলে আসবে না ।