কলকাতা, 5 ফেব্রুয়ারি: করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল । বৃহস্পতিবার থেকে স্কুল খুলেছে (school reopen students are busy) । স্কুল খুলতেই বাগদেবীর আরাধনার প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল পড়ুয়ারা । শনিবার সরস্বতী পুজোর দিন সব আশা আশঙ্কা কাটিয়ে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই মেতে উঠল সরস্বতী পুজোর আনন্দে (saraswati puja 2022) ।
এদিকে দীর্ঘদিন পর স্কুলের বন্ধুদের দেখতে পেয়ে খুশি কচি-কাঁচারা । ছাত্রীরা বাসন্তী শাড়িতে ও ছাত্ররা সাদা পাজামা পাঞ্জাবিতে সকাল থেকেই হাত লাগিয়েছে পুজোর কাজে । গতবছর স্কুলে স্কুলে পুজো হলেও পড়ুয়ারা স্কুলের পুজোয় অংশগ্রহণ করতে পারেনি । শুধুমাত্র হাতেগোনা কিছু উঁচু ক্লাসের পড়ুয়ারা পুজোর কাজ করেছিল (students are celebrates saraswatipuja) । তাই এইবার স্কুলের পুজোয় থাকায় অনুমতি পেয়ে সরস্বতী পুজোর আনন্দ সবটুকু চেটেপুটে নিতে চায় পড়ুয়ারা।
আরও পড়ুন:Saraswati Puja 2022 : 2 বছর পর স্কুলের সরস্বতী পুজোয় অংশ নিয়ে আনন্দে মাতল পড়ুয়ারা
এই প্রসঙ্গে হেয়ার স্কুলের (Hare school) প্রধান শিক্ষক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য বলেন, "যতটা স্বাস্থ্যবিধি মেনে পুজো করা সম্ভব তা করা হচ্ছে। তবে আজকের দিনে পড়ুয়া ছাড়াও প্রাক্তনীরাও আসেন পুজোতে। তাই তাঁরাও এসেছে । মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি নিয়মিত স্কুল চত্বর স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে।"
আরও এক সরকারি স্কুলের শিক্ষক কিংকর অধিকারী বলেন, "সব ক্লাস থেকেই কিছু কিছু করে ছাত্ররা আজ পুজোতে এসেছে। যাদের ক্লাস এখনও চালু হয়নি, তারাও কেউ কেউ অভিভাবকদের হাত ধরে স্কুলের পুজো দেখতে এসেছে । তবে একইসঙ্গে স্বাস্থ্যবিধি মাথায় রাখা হয়েছে । মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার ছাড়া কেউ স্কুল চত্বরে ঢুকতে পারছে না । খুব ছোট করেই পুজোর আয়োজন করা হয়েছে । সংক্রমণের জন্য পুজোয় কাটা ফলের ব্যবহার করা হয়নি । গোটা ফল প্রসাদ হিসেবে বিতরণ করা হয়েছে।’’
এদিকে সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা কেটে যাওয়ায় আরও কয়েকগুণ আনন্দ বেড়ে যায় পড়ুয়াদের । প্রায় দু‘বছর বন্ধ ছিল স্কুল । সরস্বতী পুজোয় বন্ধুদের কাছে পেয়ে খুশিতে মেতে উঠেছে পড়ুয়ারা ।