পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Re-open: খুলল স্কুল, মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধ - কলকাতা

প্রায় দেড় বছরের বেশি সময় পর স্কুল খুলল রাজ্যে ৷ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস নেওয়া হবে ৷ ছাত্রছাত্রীদের মেনে চলতে হবে কোভিড বিধি-নিষেধ ৷

School Re-open
খুলল স্কুল, মেনে চলতে হবে কোভিড বিধি-নিষেধ

By

Published : Nov 16, 2021, 12:02 PM IST

কলকাতা,16 নভেম্বর: রাজ্যে আজ থেকে শুরু হল স্কুল। প্রায় দেড় বছরের বেশি সময় পর স্কুল খুলেছে ৷ তবে নিচু শ্রেণি নয়, ক্লাস চলবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির। মঙ্গলবার সকালে কলেজ স্ট্রিট অঞ্চলে একরকম ভুলতে বসা একটি চিত্র আবার চোখের সামনে ভেসে উঠল। গেটের সামনে অভিভাবক ও ছাত্রছাত্রীদের ভিড়।

হেয়ার স্কুলের সামনে আবার দেখা গেল অতি পরিচিত সেই দৃশ্য। কালো প্যান্ট ও সাদা জামা পরা ছেলেরা দাঁড়িয়ে রয়েছে পিঠে স্কুলব্যাগ নিয়ে। তবে আগের মতো স্কুলে ঢুকেই সোজা গিয়ে ক্লাসে বসে পড়া যাবে না। কিছুটা হলেও বদলেছে এই নিয়ম। লাইন দিয়ে ঢুকতে হবে স্কুলে। সবাইকে জল,সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার পরে কোন কক্ষে বসতে হবে সেটি দেখে নিতে হবে।

খুলল স্কুল, মেনে চলতে হবে কোভিড বিধি-নিষেধ

আরও পড়ুন: চলবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণি ; তাই ব্যস্ততা কম পার্শ্ব শিক্ষকদের

ছাত্রছাত্রীদের ক্লাসে ঢোকার আগে অবশ্যই অনুমতিপত্র প্রধান শিক্ষকের হাতে দিয়ে দিতে হবে। এরপর শুরু হবে ক্লাস। হেয়ার স্কুলের প্রধান শিক্ষক ড. জয়ন্ত ভট্টাচার্য বলেন, "ছাত্রছাত্রীদের কঠোরভাবে মানতে হবে করোনা বিধি-নিষেধ।"

খুলল স্কুল, মেনে চলতে হবে কোভিড বিধি-নিষেধ

ABOUT THE AUTHOR

...view details