কলকাতা,16 নভেম্বর: রাজ্যে আজ থেকে শুরু হল স্কুল। প্রায় দেড় বছরের বেশি সময় পর স্কুল খুলেছে ৷ তবে নিচু শ্রেণি নয়, ক্লাস চলবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির। মঙ্গলবার সকালে কলেজ স্ট্রিট অঞ্চলে একরকম ভুলতে বসা একটি চিত্র আবার চোখের সামনে ভেসে উঠল। গেটের সামনে অভিভাবক ও ছাত্রছাত্রীদের ভিড়।
হেয়ার স্কুলের সামনে আবার দেখা গেল অতি পরিচিত সেই দৃশ্য। কালো প্যান্ট ও সাদা জামা পরা ছেলেরা দাঁড়িয়ে রয়েছে পিঠে স্কুলব্যাগ নিয়ে। তবে আগের মতো স্কুলে ঢুকেই সোজা গিয়ে ক্লাসে বসে পড়া যাবে না। কিছুটা হলেও বদলেছে এই নিয়ম। লাইন দিয়ে ঢুকতে হবে স্কুলে। সবাইকে জল,সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার পরে কোন কক্ষে বসতে হবে সেটি দেখে নিতে হবে।