কলকাতা, 21 ফেব্রুয়ারি:সাত পাকে বাঁধা পড়ার সপ্তাহখানেকের মধ্যেই দুশ্চিন্তা নেমে এসেছিল এইচআইভি পজিটিভ সৌমিত্র গায়েনের মনে । কারণ, যে স্কুলে তিনি কর্মরত সেই স্কুল থেকে তাঁকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল । পরিস্থিতির চাপে পড়ে সৌমিত্র গায়েনকে মঙ্গলবার স্কুলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ । কিন্তু, তিনি কাজে যোগ দেবেন কি না, তা ভাবনা চিন্তা করে দেখবেন বলে জানিয়েছেন সৌমিত্র গায়েন ।
উত্তর 24 পরগনার বাসিন্দা সৌমিত্র গায়েন ও মেদিনীপুরের বাসিন্দা সুনীতা যাদবের চারহাত এক হয় গত 12 ফেব্রুয়ারি । ছুটি কাটিয়ে 17 ফেব্রুয়ারি কাজে যোগ দিতে গিয়েই বিপাকে পড়েন স্কুলের স্পেশাল এডুকেটর সৌমিত্র গায়েন। চার বছর ধরে যে স্কুলে তিনি কাজ করছেন সেই স্কুল কর্তৃপক্ষই তাঁকে 90 দিনের জন্য ছুটিতে যেতে নির্দেশ দেয় (HIV Positive Teacher asked to take leave)। কারণ, ওই স্কুলে কাজে যোগ দেওয়ার আগে সৌমিত্র গায়েন যে এইচআইভি পজিটিভ তা তিনি জানাননি বলেই অভিযোগ । শুধু তাই নয়, সৌমিত্রর স্ত্রী সুনীতা যাদবও এইচআইভি-তে আক্রান্ত ৷
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যম তো বটেই, প্রশাসনিক স্তরেও সমালোচনার ঢেউ ওঠে । রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল বিপ্লব রায়ও সামাজিক মাধ্যমে এই ঘটনার খবর পান । দু'পক্ষের সঙ্গে কথা বলেন তিনি । মঙ্গলবার দু'পক্ষকেই নব মহাকরণে ডাকা হয় । সেখানেই সাংবাদিকদের সামনে গোটা ঘটনা তুলে ধরা হয় ।