পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Spain Visit: শুধু বিনিয়োগ টানাই নয়, একাধিক আমন্ত্রণে সাড়া দিতেই স্পেনে যাচ্ছেন মমতা - মঙ্গলে স্পেন উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা

মঙ্গলে স্পেন উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে প্রশ্ন উঠছে, তাঁর এই বিদেশ সফরের পিছনে ঠিক কী কারণ রয়েছে ? জানা গিয়েছে, শুধুমাত্র রাজ্যের বিনিয়োগ টানতেই নয়, সে দেশ থেকে একাধিক নিমন্ত্রণ এসেছে বিভিন্ন সময়ে ৷ সেই সব একসঙ্গে সারতেই তাঁর এই যাত্রা বলে মনে করা হচ্ছে ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 10:58 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 12 সেপ্টেম্বর মঙ্গলবার স্পেন সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন । এবারের স্পেন সফরে বার্সিলোনা থেকে মাদ্রিদ একাধিক শহরে লক্ষ্মীলাভের আশায় যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী । চলতি বছর নভেম্বর মাসে হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের পক্ষে শিল্প ও বাণিজ্য মহলের আনুকূল্য জোগাড় করাই মূলত লক্ষ্য এই সফরের ।

কিন্তু শুধুই কি তাই ? তথ্য বলছে আগ বাড়িয়ে নয়, বরং স্পেনের রাষ্ট্রদূতের আমন্ত্রণেই বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত বছর ভারতবর্ষে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে তাঁদের দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন । সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করে বলেছিলেন, সময় সুযোগ হলে বিষয়টি বিবেচনা করে দেখবেন । এবার এই বিদেশ সফরের পিছনে স্পেনের রাষ্ট্রদূতের সেই আমন্ত্রণ কাজ করেছে বলেই মনে করা হচ্ছে ।

স্পেনের আমন্ত্রণপত্র

এখানেই শেষ নয়, গত 31 জুলাই ভারতে ইউরোপের শিল্প সংস্থাগুলির বিনিয়োগের অন্যতম প্রধান সংগঠন ইউরোপ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স বাংলার মুখ্যমন্ত্রীকে মাদ্রিদে অনুষ্ঠিত গ্লোবাল লিডারস সামিটে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছে । জানা গিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে উপস্থিত থাকবেন ৷ রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে কীভাবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলা এগিয়ে যাচ্ছে সেই সম্পর্কে বক্তব্য রাখতেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা ।

স্পেনের আমন্ত্রণপত্র

গত 28 জুলাই স্পেনের প্রথম সারির বিশ্ববিদ্যালয় আই ই ইউনিভার্সিটি তাদের প্রতিষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে । প্রধান অতিথি হিসাবে তাদের ক্যাম্পাসে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হয়েছে । মূলত এই চিঠি দিয়েছেন আই ই ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক রিজিয়নের রিজিওনাল ডিরেক্টর অ্যান্ডি জিয়াং । মূলত তাদের সকলের আবেদনে সাড়া দিয়েই স্পেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : স্পেন সফরে মমতার সঙ্গী সৌরভ, সামান্য বদল সফরসূচিতে

ABOUT THE AUTHOR

...view details