কলকাতা, 1 ডিসেম্বর:প্রকাশিত হল আগামী বছরের সালের আইসিএসসি ও আইএসসি পরীক্ষার সময়সূচি (Schedule of icsc and isc examination)। 2023 সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকেই । তার প্রায় 3 মাস আগে পরীক্ষর সূচি প্রকাশ করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন।
আগামী বছর দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা অর্থাৎ আইসিএসই শুরু হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে ৷ শেষ হবে 29 মার্চ । অন্যদিকে দিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অর্থাৎ আইএসসি শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে , আর শেষ হবে 31 মার্চ। অতএব দ্বাদশ শ্রেণীর পরে দশম শ্রেণির পরীক্ষা শুরু হলেও দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে আগে।