কলকাতা, 3 জুন : কোরোনা আবহে তিনদিন বাকি থাকতেই স্থগিত হয়ে যায় চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। বাকি থাকা পরীক্ষাগুলির সূচি কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী, 29 জুন থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষার। কিন্তু, লকডাউনের কারণে আবার বদল করা হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। নতুন সূচি অনুযায়ী, আগামী 2 জুলাই থেকে শুরু হবে বাকি থাকা তিনদিনের পরীক্ষা। 2, 6 ও 8জুলাই হবে পরীক্ষাগুলি।
কোন দিন উচ্চমাধ্যমিকের কোন পরীক্ষা? জেনে নিন - higher secondary education
উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সূচি ঘোষণা৷ 2, 6 ও 8 জুলাই হবে পরীক্ষাগুলি। কোরোনা আতঙ্কে স্থগিত ছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷
মোট 15টি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছিল। নতুন সূচি অনুযায়ী কোন দিন কোন পরীক্ষা হবে? তা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারণ করবে বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই কোন দিনে কোন বিষয়ের পরীক্ষা হবে তা ঠিক করে নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নির্ঘণ্ট অনুযায়ী, 2 জুলাই পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা হবে। 6 জুলাই রসায়ন, অর্থনীতি, জার্নালিজ়ম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি এবং ফরাসির পরীক্ষা হবে। শেষ দিন 8 জুলাই স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হবে।