কলকাতা, 21 এপ্রিল:পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ নাম 'নব জোয়ার' ৷ দীর্ঘ 56 দিনের কর্মসূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে তৃণমূল ৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর ঘোষণাও করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 25 এপ্রিল এই কর্মসূচি শুরু হবে এবং তার সমাপ্তি হবে 20 জুন ।
কর্মসূচির প্রথম দিন অর্থাৎ 25 এপ্রিল কোচবিহারের দিনহাটায় রাত্রি বাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর 20 জুন কলকাতায় ফেরার আগে 19 জুন তিনি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে রাত্রিবাস করবেন । তৃণমূল কংগ্রেসের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে এমনটাই জানা গিয়েছে । এই কর্মসূচি অনুযায়ী, 26 এবং 27 এপ্রিল তিনি থাকবেন মাথাভাঙ্গা এবং তুফানগঞ্জে । 28 এপ্রিল অভিষেক পৌঁছে যাবেন আলিপুরদুয়ার ৷ ওই দিন আলিপুরদুয়ারেই রাত্রিবাস করবেন তিনি । 29 এপ্রিল তাঁর যাওয়ার কথা জলপাইগুড়ি । সেদিন রাজনৈতিক কর্মসূচির শেষে মালে রাত্রিবাস করবেন অভিষেক ৷
30 এপ্রিল অভিষেকের রাত্রিবাস করার কথা রয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে । পয়লা মে তিনি দার্জিলিং ছুঁয়ে সোজাসুজি চলে যাবেন উত্তর দিনাজপুর । সেদিন ওই জেলার করণদিঘিতে রাত্রিবাস করবেন অভিষেক ৷ তার পরের দিন তিনি থাকবেন ইটাহারে । 3 মে অভিষেকের কর্মসূচি রয়েছে দক্ষিণ দিনাজপুরে । ওইদিন তিনি রাত্রিবাস করবেন গঙ্গারামপুরে । এরপর পরপর দু'দিন তিনি থাকবেন মালদাতে । 4 মে তিনি থাকবেন রতুয়ায় এবং 5 মে তাঁর রাত্রিবাসের ঠিকানা কালিয়াচকে ।
মালদার পর তাঁর গন্তব্য অবশ্যই মুর্শিদাবাদ । গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুর্শিদাবাদ জেলায় চার দিন থাকবেন তিনি । 6 থেকে 9 মে এই চারদিনের প্রথম দিন তিনি থাকবেন ভগবানগোলায় । এরপর তিনি থাকবেন জলঙ্গি, নওদা এবং সাগরদিঘিতে । মুর্শিদাবাদ থেকে অভিষেক পৌঁছবেন কয়লা কাণ্ডে সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে । সেখানেও তিনি থাকবেন তিন দিন । 10 মে মহম্মদ বাজারে রাত্রিবাস করবেন তিনি ৷ 11 মে তাঁর ঠিকানা দুবরাজপুর এবং 12 মে তিনি থাকবেন নানুরে ।
বীরভূমের পর অভিষেকের গন্তব্য পূর্ব বর্ধমান । পূর্ব বর্ধমানেও চারদিন থাকার কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের । প্রথম দিন অর্থাৎ 13 মে তিনি রাত্রিবাস করবেন পূর্বস্থলী দক্ষিণে, 14 মে তিনি থাকবেন জামালপুরে, 15 মে ভাতার এবং শেষ দিন তিনি রাত্রিবাস করবেন গলসিতে । 17 মে তিনি চলে যাবেন পশ্চিম বর্ধমানে, সেখানে ওইদিন বারাবনিতে রাত্রিবাস করবেন অভিষেক । 18 মে তাঁর গন্তব্য বাঁকুড়া । গত বিধানসভা এবং লোকসভাতে তৃণমূলের জন্য আশানুরূপ ফল না হওয়া এই বাঁকুড়া জেলাতেও অভিষেক থাকবেন চারদিন । প্রথম দিন অর্থাৎ 18 মে অভিষেকের রাত্রি বাস বড়জোড়ায়, ঊনিশে রাত্রিবাস করবেন কোতুলপুরে, 20 তারিখ তালডাংরা এবং 21 থাকবেন ছাতনায় ।