কলকাতা, 14 অক্টোবর:কমছে বৃষ্টির দাপট । বর্ষা বিদায়ের ইঙ্গিত ক্রমেই জোরালো হচ্ছে বাংলায় (West Bengal Weather Update)। দক্ষিণবঙ্গে আগেই ভারী বৃষ্টির সম্ভাবনা দূর হয়েছিল । এবার উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতির ইঙ্গিত । বৃষ্টির দাপট বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করেছে । সামগ্রিকভাবে দেরিতে হলেও এবার বর্ষা বিদায় নিতে চলেছে বলে মনে করছে হাওয়া অফিস । যদিও তার কোনও নির্দিষ্ট দিনক্ষণ এখনও আলিপুর আবহাওয়া দফতর জানায়নি ।
হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় (Sourish Bandyopadhyay) জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে । তার সঙ্গে মিশছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস । এর ফলে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে (cloudy sky with one or two spells of rain) । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এর সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ । এছাড়া আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ।