কলকাতা, 23 সেপ্টেম্বর: বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির হাত ধরে অবশেষে বিদায় নিতে চলেছে বর্ষা(Scattered rains signaled that Monsoon is about to end)। সরকারিভাবে ঘোষণা না হলেও বৃষ্টির গ্রাফের নিম্নমুখী ধারায় জানান দিচ্ছে বর্ষাকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে(Weather News of West Bengal)৷
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন,"এই মুহূর্তে আমাদের রাজ্যে নিম্নচাপের সম্ভাবনা নেই । তাই দক্ষিণবঙ্গে ভারী কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও তবে তা সব জায়গায় নয় । আগামী তিন চারদিন এই পরিস্থিতি বজায় থাকবে । শুধুমাত্র উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুধু কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের ও রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না ।"