পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC on Dengue Precaution সাধের কচুর শাকে মশার লার্ভা, চাঞ্চল্য কলকাতা পৌরনিগমে - কলকাতা পৌরনিগমে ডেঙ্গির সতর্কবার্তা

বর্ষা আসতে না আসতেই ডেঙ্গির প্রকোপ তিলোত্তমায় ৷ তবে এবার যে কচুরশাকে মশার লার্ভা জন্ম নেবে তা বোধহয় কেউই ভাবেননি ৷ কী আর করা যাবে, মন না চাইলেও সাধের কচুগাছ কেটে ফেলতে হচ্ছে কলকাতাবাসীকে(KMC on Dengue Precaution)৷

Etv Bharat
কলকাতা পৌরনিগমের উদ্যোগে চলছে কচুগাছ কাটা

By

Published : Aug 22, 2022, 10:32 PM IST

কলকাতা, 22 অগস্ট: ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবেন বলে অনেকেই বাড়ির আনাচাকানাচে কচুগাছ লাগিয়েছিলেন । সেই কচুগাছই এখন প্রাণঘাতি হয়ে উঠেছে ৷ চোখ কপালে তোলা এমন তথ্য হাতে এসেছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্তাদের । স্বাস্থ্য কর্তাদের দাবি, কচুগাছের বিভিন্ন অংশে জমা জলে জন্মাচ্ছে মশার লার্ভা(scare in KMC after recovering mosquito larvae in plant)।

শুনে অবাক হলেও এখন স্বাস্থ্য বিভাগের মাথা ব্যাথার কারণ এই কচুগাছই(KMC on Dengue)। সোমবার শহরের 82 ও 106 নম্বর ওয়ার্ডের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ । ছিলেন সিএমওএইচ সুব্রত রায়চৌধুরী ও পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা । সেই আলোচনাতেই এই তথ্য উঠে এসেছে ।

আরও পড়ুন :ডেঙ্গি প্রতিরোধে পৌরনিগমের কর্মীদের সঙ্গে সহযোগিতা না করলে পুলিশি ব্যবস্থা, ঘোষণা ফিরহাদের

106 নম্বর ওয়ার্ডে যে সমস্ত এলাকায় কচু গাছের জঙ্গল তৈরি হয়েছে, সেখানেই বেড়েছে ডেঙ্গির সংক্রমণ । নির্দেশ দেওয়া হয়েছে, কচুগাছ কিংবা অন্যান্য আগাছার জঙ্গল দ্রুত কেটে ফেলতে হবে । শুধু একটি ওয়ার্ড নয়, বাকি ওয়ার্ডগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে আগাছা পরিষ্কারের সঙ্গেই কচুগাছ কেটে ফেলার । 13টি থেকে বেড়ে বর্তমানে 16টি ওয়ার্ড ডেঙ্গু প্রবণ হয়ে দাঁড়িয়েছে । 106 নম্বর ওয়ার্ডে চলতি মাসে 40 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ।

এদিন অতীন ঘোষ জানান, 82 নম্বর ওয়ার্ডে মূলত মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল পুরনো জেল ও জেলের কোয়ার্টার । সেখানে পরিষ্কার করা যাচ্ছিল না । কিন্তু এখন বিভিন্ন বিভাগের মধ্যে কো-অর্ডিনেশন ঠিকঠাক হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটেছে । পাশাপাশি, 106 নম্বর ওয়ার্ডে অনেক জায়গায় দেখা গিয়েছে, বাড়ির আশপাশে ফাঁকা জমিতে কচুবনে মশা জন্মাচ্ছিল । এই কচুগাছ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । স্বাস্থ্যকর্মীরা নাগরিকদের বুঝিয়ে সেগুলি কেটে ফেলবে দ্রুত ।

আরও পড়ুন :কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের

ABOUT THE AUTHOR

...view details