পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরের বাজারে অমিল হ্যান্ড স্যানিটাইজ়ার - হ্যান্ড স্যানিটাইজার

কোরোনা সংক্রমণের থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজ়ারের চাহিদা বেড়েছে বাজারে । কিন্তু চাহিদা থাকলেও বাজারে মিলছে না হ্যান্ড স্যানিটাইজ়ার ।

image
ছবিটির প্রতীকী

By

Published : Mar 17, 2020, 5:53 PM IST

Updated : Mar 17, 2020, 11:23 PM IST

কলকাতা, 17 মার্চ : একদিকে চিকিৎসকরা বলছেন কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে বারবার হাত ধোওয়া উচিত । পাশাপাশি খাওয়ার আগে ও পরে স্যানিটাইজ়ারের ব্যবহার করতে হবে । তবে এবার বিপদ হয়েছে অন্যদিকে । ব্যাপক চাহিদা থাকলেও শহরের বাজারে মিলছে না হ্যান্ড স্যানিটাইজ়ার ।

ওষুধ বিক্রেতা জয় জোঠানি বলেন যে, "আগে হ্যান্ড স্যানিটাইজ়ারের তেমন চাহিদা ছিল না । আগে হয়তো ছয় মাসে একটি বা দু'টি বিক্রি হত । আর এখন আমার দোকান থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60 জন মানুষ স্যানিটাইজ়ার না পেয়ে ফিরে যাচ্ছেন ।" আর এক দোকানদার শ্যামাপদ মণ্ডল বলেন , "কোরোনা ভাইরাসের জন্য দোকানে স্যানিটাইজ়ারের চাহিদা বেড়ে গেছে । তবে বাজারে এখন স্যানিটাইজ়ার আসছে না । প্রচুর মানুষ ফিরে যাচ্ছে । " পার্ক সার্কাসের আর এক দোকানদার কুণালজিৎ দত্ত বলেন , " শুধু এখানেই নয় দিল্লি ও মুম্বই ছাড়া আরও কয়েকটি জায়গার ম্যানুফ্যাকচারিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি । কিন্তু হ্যান্ড-স্যানিটাইজ়ার কোথাও পাওয়া যাচ্ছে না । তবে এই সুযোগে বহু স্থানীয় ও অনামি সংস্থা হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করে দ্বিগুণ দামে বাজারে বিক্রি করছে । "

শুনে নিন দোকানদারদের বক্তব্য
আর এক দোকানি নীলেশ শাহ বলেন , "আমার মনে হয় সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ প্রয়োজন ।"
Last Updated : Mar 17, 2020, 11:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details