কলকাতা, 18 মে:সতর্কতামূলক ব্যবস্থা থেকে দ্য কেরালা স্টোরি নিয়ে পদক্ষেপ করেছিল রাজ্য সরকার । সুপ্রিম কোর্ট সেই পদক্ষেপের উপর স্থগিতাদেশ জারি করেছে । এতে হার-জিতের কিছু দেখছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বরং তারা মনে করছে, সুপ্রিম রায়ের ফলে দায় কমল শাসকের ।
বৃহস্পতিবার মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । সুপ্রিম রায়কে ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বিষয়টিকে এ ভাবেই ব্যাখ্যা করেছেন । এ দিন কুণাল ঘোষ বলেন, দ্য কেরালা স্টোরিতে সমাজের একাংশকে খুব বাজে ভাবে দেখানো হয়েছে । এতে রাজ্য সরকার আশঙ্কা করেছিল এতে আইনশৃঙ্খলার ক্ষতি হতে পারে । মানুষে মানুষে বিভেদ তৈরি হতে পারে । রাজ্য সরকার আশঙ্কা করছিল, সেই জায়গা থেকে এই পদক্ষেপ করেছিল ।
সেই জায়গায় সুপ্রিম কোর্ট যদি বলে স্থগিতাদেশ, এ ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও দায়িত্ব রইল না । এর সঙ্গে জেতা হারার কোনও বিষয় নেই বলেই মনে করেন তিনি । ইতিমধ্যে অন্য একটি রাজ্যে এই নিয়ে অশান্তি হয়েছে এবং সে ক্ষেত্রে সতর্কতামূলক একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কুণাল । তাঁর কথায়, রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, কোর্ট বলেছে করা যাবে না । এরপর তাদের ব্যাপার । এরপর কোথাও কিছু হলে রাজ্য সরকারের দায়-দায়িত্ব কিছু রইল না ।