পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Supreme Court: নিশীথের কনভয়ে হামলায় সিবিআই তদন্ত খারিজ সুপ্রিম কোর্টে, নতুন করে মামলার শুনানির নির্দেশ কলকাতা হাইকোর্টকে - কলকাতা হাইকোর্ট

গত 25 ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশ বৃহস্পতিবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

Supreme Court
Supreme Court

By

Published : Apr 13, 2023, 1:39 PM IST

Updated : Apr 13, 2023, 2:09 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিল ৷ এই নিয়ে শীর্ষ আদালতের আরও নির্দেশ, ওই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত কি না, তা নিয়ে নতুন করে শুনানি করতে হবে ৷ তার পর সিদ্ধান্ত নিতে হবে কলকাতা হাইকোর্টকে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 25 ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলায় তিনি অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল ৷ সেই কারণে পুলিশ এই মামলায় যথাযথ পদক্ষেপ করছে না ৷ তাই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানান তিনি ৷

মামলার শুনানিতে কোচবিহারের পুলিশ সুপারের কাছ থেকে এই নিয়ে এফিডেভিট নেয় আদালত ৷ তাছাড়া শুনানিতে উঠে আসে যে 25 তারিখ ঘটনা ঘটলেও এফআইআর দায়ের হয় মার্চের সাত তারিখ ৷ সিআইএসএফের তরফে অভিযোগ করা হয় যে ঘটনার পরদিন 26 ফেব্রুয়ারি তারা অভিযোগ দায়ের করতে গিয়েছিল ৷ কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ৷

মামলার শুনানি শেষে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ যদিও তার পরও সিবিআইয়ের সঙ্গে পুলিশ অসহযোগিতা করছে বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে পালটা মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ৷ সেখানে দুই আইনজীবী অভিষেক মনু সিংভি ও গোপাল শঙ্করনারায়ণ দাবি করেন, কলকাতা হাইকোর্ট শুনানির সময় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গিয়েছে ৷ পুলিশের তদন্ত চলছে ৷ এই পরিস্থিতিতে সিবিআইয়ের হাতে ঘটনার তদন্ত হস্তান্তরিত করার কোনও যুক্তি নেই ৷

এর পর শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেওয়া হয় ৷ এই মামলা নতুন করে শুনানি করার নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে ৷ সেই শুনানিতে পুলিশের কাছ থেকে তদন্তের বর্তমান পরিস্থিতির রিপোর্ট আবার নিয়ে, তা খতিয়ে দেখতেও বলেছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন:নিশীথের কনভয়ে হামলা, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সিবিআইয়ের

Last Updated : Apr 13, 2023, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details