নয়াদিল্লি, 13 এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিল ৷ এই নিয়ে শীর্ষ আদালতের আরও নির্দেশ, ওই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত কি না, তা নিয়ে নতুন করে শুনানি করতে হবে ৷ তার পর সিদ্ধান্ত নিতে হবে কলকাতা হাইকোর্টকে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 25 ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলায় তিনি অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল ৷ সেই কারণে পুলিশ এই মামলায় যথাযথ পদক্ষেপ করছে না ৷ তাই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানান তিনি ৷
মামলার শুনানিতে কোচবিহারের পুলিশ সুপারের কাছ থেকে এই নিয়ে এফিডেভিট নেয় আদালত ৷ তাছাড়া শুনানিতে উঠে আসে যে 25 তারিখ ঘটনা ঘটলেও এফআইআর দায়ের হয় মার্চের সাত তারিখ ৷ সিআইএসএফের তরফে অভিযোগ করা হয় যে ঘটনার পরদিন 26 ফেব্রুয়ারি তারা অভিযোগ দায়ের করতে গিয়েছিল ৷ কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ৷