নয়াদিল্লি, 2 জুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ শীর্ষ আদালতে এই নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল সরকারের তরফে ৷ কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট এই মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি ৷ সর্বোচ্চ আদালত জানিয়েছে মামলার শুনানি হবে আগামী 3 জুলাই ৷
এ দিন সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের দুই বিচারপতি সুধাংশু ধুলিয়া ও কেভি বিশ্বনাথনের এজলাসে এই মামলা উঠেছিল ৷ তাঁরাই জানিয়ে দেন যে শীর্ষ আদালতের গ্রীষ্মাবকাশ শেষ হওয়ার পরই এই মামলার শুনানি হবে ৷ তবে রাজ্য চাইলে ফের কলকাতা হাইকোর্টে তদন্তে প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করতে পারে ৷
পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এদিন আদালতে মামলা লড়েন আইনজীবী সুনীল ফার্নান্ডেজ ৷ তিনি আদালতে জরুরি ভিত্তিতে শুনানির কারণ হিসেবে জানান যে অভিযুক্তদের রক্ষাকবচের প্রয়োজন রয়েছে ৷ কোনোরকম দেরি হলে সিবিআই বা ইডি তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে ৷ সলিসিটার জেনারেল তুষার মেহতা রাজ্যের আবেদনের বিরোধিতা করেন ৷ তিনি আদালতে প্রশ্ন তোলেন, রাজ্য সরকার কীভাবে অভিযুক্তদের রক্ষাকবচের জন্য আবেদন করতে পারে ?
প্রসঙ্গত, গত 21 এপ্রিল পৌর-দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ পরে এজলাস বদল হয়ে সেই মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে ৷ তিনিও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন ৷ তখন রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ৷ গত 22 এপ্রিল ডিভিশন বেঞ্চও রাজ্যের আবেদন খারিজ করে দেয় ৷ তার পর সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ কিন্তু সেখানেও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ হয়ে গেল ৷
আরও পড়ুন:পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত, স্থগিতাদেশ দিল না নয়া বেঞ্চ