কলকাতা, 10 মে : জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে জেরবার সরকারি ও বেসরকারি বাস পরিবহণ ব্যবসা ৷ সমস্যা শুধু ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBSTC) ক্ষেত্রেই নয়, আর্থিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC) ও সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC)। তাই বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসের সংখ্যাও দিন দিন কমছে ।
কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যে বাস পরিষেবা চলে তা দেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC)। খুব দ্রুত এসবিএসটিসি ফের চালু করতে চলেছে সরাসরি কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বাস পরিষেবা । এসবিএসটিসি-র এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সবকিছু পরিকল্পনামাফিক চললে মে মাসের শেষ দিকেই চালু হয়ে যাবে এই পরিষেবা । ধর্মতলা বাস ডিপো থেকে আপাতত একটি এসি বাস শিলিগুড়ি পর্যন্ত যাবে ।
আরও পড়ুন :SBSTC : মহিলাদের সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু এসবিএসটিসির
তিনি আরও জানান, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস রুট (SBSTC Route Update) চালু করার পাশাপাশি আরও দুটি রুট চালু করা হচ্ছে ৷ একটি আসানসোল থেকে শিলিগুড়ি ও অন্যটি বাঁকুড়া থেকে শিলিগুড়ি (SBSTC has Decided to Start Bus Service on 3 Closed Route)। তবে ওই বাসগুলি আপাতত নন এসি ।