কলকাতা, 20 মার্চ : গোটা দেশ কোরোনা সংক্রমণের আতঙ্কে জর্জরিত ৷ ভাইরাসের থাবা বসেছে রাজ্যেও ৷ চিকিৎসকরা বারবার বলছেন কোনও জনবহুল জায়গায় না যেতে, বারবার করে হাত ধুতে ও মাস্ক দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে । তাই দূরপাল্লার যাত্রীরা যাতে নির্বিঘ্নে কোনও রকম দ্বিধা ছাড়াই নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই কারণে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) বাসে ওঠার পরে হাত স্যানিটাইজ়ার দিয়ে ধোওয়ার ব্যবস্থা করছে ৷
SBSTC-র চেয়ারম্যান তমোনাশ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পরিবহন দপ্তরের তরফে প্রত্যেকটি দপ্তরে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক দেওয়া হয়েছে । আমরা প্রত্যেক বাস চালক ও কন্ডাক্টারদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়েছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক যাত্রী বাসে ওঠার পর প্রথমে সে যেন হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে তবে সিটে বসেন।"