পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসে উঠতে স্যানিটাইজ়ার ব্যবহার বাধ্যতামূলক SBSTC-এর - কোরোনাভাইরাসের লেটেস্ট খবর

দূরপাল্লার যাত্রীরা যাতে নির্বিঘ্নে কোনও রকম দ্বিধা ছাড়াই নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই উদ্দেশ্যে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) বাসে ওঠার পরে হাত স্যানিটাইজ়ার দিয়ে ধোয়ার ব্যবস্থা করছে ৷

ছবি
ছবি

By

Published : Mar 20, 2020, 11:22 PM IST

Updated : Mar 20, 2020, 11:32 PM IST

কলকাতা, 20 মার্চ : গোটা দেশ কোরোনা সংক্রমণের আতঙ্কে জর্জরিত ৷ ভাইরাসের থাবা বসেছে রাজ্যেও ৷ চিকিৎসকরা বারবার বলছেন কোনও জনবহুল জায়গায় না যেতে, বারবার করে হাত ধুতে ও মাস্ক দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে । তাই দূরপাল্লার যাত্রীরা যাতে নির্বিঘ্নে কোনও রকম দ্বিধা ছাড়াই নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই কারণে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) বাসে ওঠার পরে হাত স্যানিটাইজ়ার দিয়ে ধোওয়ার ব্যবস্থা করছে ৷

SBSTC-র চেয়ারম্যান তমোনাশ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পরিবহন দপ্তরের তরফে প্রত্যেকটি দপ্তরে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক দেওয়া হয়েছে । আমরা প্রত্যেক বাস চালক ও কন্ডাক্টারদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়েছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক যাত্রী বাসে ওঠার পর প্রথমে সে যেন হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে তবে সিটে বসেন।"

কী বলছেন SBSTC-র চেয়ারম্যান ?

এছাড়াও প্রতিটি বাসকে হোস পাইপের সাহায্যে সকালবেলায় প্রথম ট্রিপ শুরু করার আগে ভালো করে ধোওয়া হচ্ছে। বাস চালক ও কন্ডাক্টরকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে । তাঁদের রাস্তার ধুলোবালির মধ্যে থাকতে হয় তাই স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তমোনাশবাবু ৷

অন্যদিকে রাজ্য সরকারের বাসগুলি ইতিমধ্যেই রোগের সংক্রমণ রুখতে প্রতিটি বাসকে প্রতিষেধক দিয়ে পরিষ্কার করা, চালকদের মাস্ক ব্যবহারের মতো আরও বেশ কয়েকটি পদক্ষেপ করেছে।

Last Updated : Mar 20, 2020, 11:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details