পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৌশিক সেন নাটক করছেন, ওঁরা সিলেক্টিভ বুদ্ধিজীবী : সায়ন্তন - Kaushik Sen

অভিনেতা কৌশিক সেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের 'সিলেক্টিভ বুদ্ধিজীবি' বলে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর ৷ অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বুদ্ধিজীবীরা ৷ নাম ছিল কৌশিক সেনেরও ৷ গতকাল বিকেলে কৌশিককে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি ৷ আর তারপরেই আজ এই প্রসঙ্গে কৌশিক সেনসহ অন্যান্য বুদ্ধিজীবিদের কটাক্ষ করেন সায়ন্তন বসু ৷

সায়ন্তন

By

Published : Jul 25, 2019, 8:06 PM IST

Updated : Jul 25, 2019, 8:12 PM IST

কলকাতা, 25 জুলাই : কৌশিক সেনসহ অন্যান্য অভিনেতাদের 'সিলেক্টিভ বুদ্ধিজীবী' বলে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর । দেশের 49জন বিশিষ্ট ব্যক্তি গতকাল অসহিষ্ণুতা প্রশ্নে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন । তার মধ্যে অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেনসহ বাংলার বিশিষ্টরাও রয়েছেন ।

এদের মধ্যে কৌশিক সেনের অভিযোগ, চিঠি লেখার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এপ্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, "আমি বিশ্বাস করি না কৌশক সেন এইরকম হুমকি পেতে পারেন । বাংলার সাধারণ মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা নেই । এদের থেকে গ্রামের কৃষক, শ্রমিকদের গ্রহণযোগ্যতা অনেক বেশি । মানুষ তাঁদের বিশ্বাস করে । এরা সব সিলেক্টিভ বুদ্ধিজীবী । যে চোররা সিঁদ কেটে চুরি করে তাঁরাও নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করে ৷ কারণ বুদ্ধি খরচ করেই তাঁরা এই কাজ করেন ৷ কৌশিক সেন নাটকের লোক নাটক করছেন ৷"

সায়ন্তন বসু আরও বলেন, "আমি আগেও বলেছি এখনও বলছি, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ধামাধরা । একটা সময় মমতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল । এখন মমতার কাছের মানুষ হওয়ার জন্য এইসব বলছেন ৷ গতকাল হুগলির হিরালাল কলেজে অধ্যাপককে নিগ্রহ করা হয়েছে । এর আগেও রায়গঞ্জ কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনা ঘটেছে । তখন এইসব বুদ্ধিজীবীরা কী করছিলেন ? তখন তো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লেখেন না । আমি বিশ্বাস করি এদেরকে দল থেকে পারচেস করা হয় ৷"

শুনে নিন কী বললেন সায়ন্তন বসু

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে গতকাল তৃণমূল সাংসদরা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ এই বিষয়ে সায়ন্তন বসু বলেন, "নামের পরিবর্তন হতে দেব না ৷ আমরা কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট আশ্বাস পেয়েছি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হবে না ৷ এর সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে ৷ তৃণমূল যতই চিৎকার চেঁচামেচি করুক নাম পরিবর্তন আমরা হতে দেব না ৷"

এই বিষয়টি ছাড়াও রাজ্যে আয়ুষ চিকিৎসকদের প্রসঙ্গে সরকারের সমালোচনায় সরব হন সায়ন্তন বসু । তিনি বলেন, "এই রাজ্যে হোমিও, হেকিমি ইউনানির মতো আয়ুষ অবহলিত । পঠন-পাঠনের উপযুক্ত ব্যবস্থা নেই । BJP সরকারের আমলে আয়ুষের জন্য একটি মন্ত্রক তৈরি করা হয়েছে । রাজ্যে আমরা ক্ষমতায় এলে আয়ুষ চিকিৎসকদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেব ।"

Last Updated : Jul 25, 2019, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details