পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sayantan Basu: নাড্ডাকে চিঠি সায়ন্তনের, কড়া প্রতিক্রিয়া রাহুল সিনহার - নাড্ডাকে চিঠি সায়ন্তন বসুর

রাজ্য়ের দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu writes letter to JP Nadda) ৷ এই বিষয়েই মুখ খুলেছেন রাহুল সিনহা (Rahul Sinha) ৷

ETV Bharat
নাড্ডাকে চিঠি সায়ন্তনের

By

Published : Oct 29, 2022, 8:46 PM IST

কলকাতা, 29 অক্টোবর: দিল্লির নেতৃত্বকে পাঠান চিঠিতে নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি ক্ষোভ প্রকাশ করে চিঠি দিয়েছেন । সায়ন্তনের এই চিঠির পরেই ফের প্রকাশ্যে চলে এসেছে রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব (Sayantan Basu writes letter to BJP Leadership) ৷

এই চিঠিতে সায়ন্তন বসু লিখেছেন, আদি বিজেপির নেতা যাঁদের হাত ধরে বঙ্গে দলের গোড়াপত্তন হয়েছে তাঁরাই এখন কোণঠাসা । শুধু তাই নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি'র ধরাশায়ী অবস্থার জন্যও বর্তমান নেতৃত্বকে দায়ী করেছেন তিনি । এই বিষয়ে অবশ্য বিজেপি'র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) জানিয়েছেন, তিনি এই চিঠির বিষয় কিছু জানেন না ।

আরও পড়ুন: 'আইসিইউ'তে চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি', রাজ্যকে কড়া আক্রমণ সুকান্তর

রাহুল সিনহার কথায়, "আমাদের দলের রীতি হল যে কোনও কর্মকর্তার মনের কথা উপর মহলে বলতে হয় ৷ এভাবে লিখে বলার কোনও রীতি নেই । তবে সংবাদমাধ্যমে জানতে পারলাম তিনি চিঠি দিয়েছেন, এই বিষয়ে যেখানে তিনি চিঠি দিয়েছেন তারা এই বিষয়ে যা করার করবেন । তবে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়াতে হলে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া উচিত । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়াতে হলে নিজেদের ভেদাভেদ ভুলে সমস্ত কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details