কলকাতা, 29 অক্টোবর: দিল্লির নেতৃত্বকে পাঠান চিঠিতে নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি ক্ষোভ প্রকাশ করে চিঠি দিয়েছেন । সায়ন্তনের এই চিঠির পরেই ফের প্রকাশ্যে চলে এসেছে রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব (Sayantan Basu writes letter to BJP Leadership) ৷
এই চিঠিতে সায়ন্তন বসু লিখেছেন, আদি বিজেপির নেতা যাঁদের হাত ধরে বঙ্গে দলের গোড়াপত্তন হয়েছে তাঁরাই এখন কোণঠাসা । শুধু তাই নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি'র ধরাশায়ী অবস্থার জন্যও বর্তমান নেতৃত্বকে দায়ী করেছেন তিনি । এই বিষয়ে অবশ্য বিজেপি'র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) জানিয়েছেন, তিনি এই চিঠির বিষয় কিছু জানেন না ।