কলকাতা, 30 জুন: সোনামুখি থানার আইসি-কে কুরুচিকর মন্তব্য মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতে গিয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ ৷ সেই মামলায় 15 জুলাই পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ না-নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুক্রবার মামলার শুনানি ছিল ৷
এ দিন মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, ‘‘যে ভাষা সৌমিত্র খাঁ বলেছেন বলে পুলিশ অভিযোগে লিখেছে, সেটা প্রবল খারাপ ৷ একজন সাংসদের মুখ থেকে এই ভাষা আশা করা যায় না ৷ আগাম জামিন চান বা এফআইআর খারিজের জন্য অন্য কোর্টে আবেদন করুন ৷ তবে, 13 এপ্রিল দায়ের হওয়া দু’টি মামলায় 15 জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেবে না পুলিশ ৷ প্রয়োজনে এফআইআর খারিজের আবেদন করতে পারেন তিনি ৷’’
এ দিন সৌমিত্রর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার তাঁর সওয়ালে জানান, সোনামুখী থানায় বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে, একের পর এক মামলায় হেনস্তার স্বীকার হন সাংসদ সৌমিত্র খান ৷ আইসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন সৌমিত্র ৷ সেই ঘটনায় আইসি-কে কু-মন্তব্য করার অভিযোগ এনে থানার এক এসআই অভিযোগে দায়ের করেন ৷ সেখানে 354এ ধারা যুক্ত করা হয় ৷ মূলত আইসি-র পরিবারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে সেই ধারার নিরিখে ৷ মোট দু’টি মামলা তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৷ সৌমিত্র খাঁ-র আইনজীবী দাবি করেছেন, ‘‘পুলিশকে নিয়ে যেহেতু এই মামলা ৷ তাই পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারে না ৷’’