পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৌমিত্রকে মর্যাদা দেয়নি বিজেপি, তৃণমূলে দেখতে চান সুজাতা - সুজাতা মণ্ডল

বিজেপির উচিত ছিল সৌমিত্র খাঁকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মুখ করা । সৌমিত্রকে যদি বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মুখ করত, তবে সবথেকে বেশি খুশি হতেন সুজাতা ।

Saumitra Khan
ছবি

By

Published : Jul 7, 2021, 3:49 PM IST

Updated : Jul 7, 2021, 4:01 PM IST

কলকাতা, 7 জুলাই : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদে ইস্তফা দিয়েছেন সৌমিত্র খাঁ । জোর জল্পনা শুরু হয়েছে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে । আর এই সবের মধ্যেই সৌমিত্রর প্রতি অনেকটা নরম সুজাতা মণ্ডল । বিজেপিতে নাকি সৌমিত্রকে প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি । এমনই মনে করেছেন সুজাতা । সৌমিত্রকে যে তিনি তৃণমূলে দেখতে চান, সেকথাও বুঝিয়ে দিলেন সুজাতা ৷

সৌমিত্রর রাজনৈতিক কেরিয়ারে একটা দীর্ঘসময় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল সুজাতাকে । স্বামীর হয়ে পথসভা, বাড়ি বাড়ি গিয়ে প্রচার... সবই করেছেন একসময় । আগলে রেখেছিলেন সৌমিত্রকে । আর আজ যখন বিজেপির যুব মোর্চার সভাপতি থেকে সৌমিত্র ইস্তফা দিচ্ছেন, যখন আবার চর্চা শুরু হয়েছে তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে... ঠিক সেই সময়ই সৌমিত্রর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন সুজাতা ।

রাজনীতির পরিহাসে আজ দু'জনের পথ আলাদা । কিন্তু এতদিনের ভাললাগা, ভালবাসা... তিল তিল করে গড়ে তোলা সম্পর্ক... সেসব তো আর তাই বলে মিথ্যে হয়ে যায় না । আজও তাই বারবার সৌমিত্রকে আগলে রাখতে ব্যস্ত সুজাতা ।

সৌমিত্রর ইস্তফা নিয়ে প্রশ্ন করতেই বললেন, "জানি না কেন সৌমিত্র যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন । এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত । কিন্তু আমি মনে করি ওঁনাকে প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি । 2021 সালের বিধানসভা নির্বাচন যখন হল, তখন আরও অনেক সাংসদকে পদের ভেলকি দেখানোর জন্য আসন দেওয়া হয়েছিল ।"

সৌমিত্রকে মর্যাদা দেয়নি বিজেপি, তৃণমূলে দেখতে চান সুজাতা

সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে গো হারা হয়েছে বিজেপি । 200 পার করার যে লক্ষ্যমাত্রা দিল্লির বিজেপি নেতারা দিয়েছিলেন, তার ধারে কাছেও ঘেঁষতে পারেননি দিলীপ, কৈলাসরা । আর এই নিয়ে অনেকেই মনে করছেন, বিজেপিতে মুখ্যমন্ত্রী হিসেবে কোনও মুখ ছিল না । তবে সুজাতা মনে করেন, বিজেপির উচিত ছিল সৌমিত্র খাঁকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মুখ করা । এই কথা নাকি তিনি নিজেও একাধিকবার সৌমিত্রকে বলেছিলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সৌমিত্র জিততে পারতেন কি না, তা নিয়ে যদিও সুজাতার মনেও সন্দেহ ছিল । তবে সৌমিত্রকে যদি বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মুখ করত, তবে সবথেকে বেশি খুশি হতেন তিনিই ।

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সম্প্রসারণ হচ্ছে, সেখানেও বিজেপির উচিত ছিল সৌমিত্র খাঁয়ের মতো দু'বারের সাংসদ, একবারের বিধায়ককে সুযোগ দেওয়ার । এমনই মনে করছেন সুজাতা খাঁ মণ্ডল । কিছুটা হতাশা মিশ্রিত সুরেই বললেন, "তিনি যুব সংগঠনের দায়িত্ব খুব ভাল করে সামলেছেন । দলের প্রতি একনিষ্ঠতা রয়েছে । তারপরও সেই মর্যাদা কোথায় ?"

সৌমিত্রর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হতে চলেছে ? এই নিয়ে সাংসদ নিজে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন । তবে সুজাতা বলছেন, "আমি নিশ্চয়ই চাইব, সৌমিত্রর শুভবুদ্ধির উদয় হোক । তিনি তাঁর পুরানো ঘর, পুরানো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসুন । আগে তৃণমূলে থাকাকালীন যেমন লড়াকু সৈনিক হয়ে কাজ করে এসেছেন, আবার তেমন ভাবেই কাজ করুন । বিগত দিনগুলিতে যেমনভাবে পাশে থেকেছি, আগামী দিনেও তেমনভাবেই পাশে থাকব, সাহায্য করব ।"

তাঁদের সুখের দাম্পত্য ভাঙার জন্যও বিজেপিকেই দায়ি করেন সুজাতা । বিজেপির উপর যে তিনি যথেষ্টই অসন্তুষ্ট, সেটাও স্পষ্ট করে দেন । বলেন, "আমার মতো একজন সতী নারীর সংসার ভাঙানোর অভিশাপে বিজেপি শেষ হয়ে গিয়েছে । অপেক্ষা করুন । 2021 সালে বাংলা থেকে খেদিয়েছি । 2024 সালে দেশ থেকে খেদাব ।"

Last Updated : Jul 7, 2021, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details