কলকাতা, 15 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সাংসদ পদ খারিজের দাবিতে এবার লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ একই সঙ্গে, লোকসভার অধ্যক্ষকে চিঠিতে বিজেপি সাংসদ জানিয়েছেন, সাংসদদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা থাকা উচিৎ ৷ কলকাতা হাইকোর্টের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভারতের সংবিধানের পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতিও অবমাননার সামিল বলেও জানান তিনি ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন সৌমিত্র খাঁ ৷
শুক্রবার এসএসকেএম হাসপাতালে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে বিচারব্যবস্থার বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী কলকাতা হাইকোর্টের বিচারপতির উদ্দেশে অভিযোগ করে অভিষেক জানান, সমাজবিরোধীদের কার্যত রক্ষাকবচ দিচ্ছে আদালত ৷ সেই বক্তব্যের প্রেক্ষিতেই এবার সরাসরি লোকসভার অধ্যক্ষের কাছে একগুচ্ছ অভিযোগ-সহ তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজের আবেদন জানালেন সৌমিত্র খাঁ ৷
সেই চিঠি টুইটে পোস্ট করে সৌমিত্র লেখেন, "সংসদ সদস্য হিসেবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলা উচিত। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামান্য হাইকোর্ট সম্পর্কে যে মন্তব্য করেছেন, এটা আমাদের বিচারবিভাগ বা আমাদের সংবিধানের জন্য অপমানজনক।" একইসঙ্গে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে তিনি অভিষেকের বিরুদ্ধে সঠিক পদক্ষেপের জন্যও আবেদন জানিয়েছেন ৷