পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিত শাহের কোরোনা, দু'সপ্তাহ হোম কোয়ারানটিনে বাবুল-সৌমিত্র-নিশীথ

31 জুলাই দিল্লিতে অমিত শাহের দপ্তরে উপস্থিত ছিলেন দুই BJP সাংসদ ও রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । অমিত শাহের কোরোনা ধরা পড়তেই 14 দিন হোম কোয়ারানটিনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা ।

Soumitra Khan and Nishith Pramanick
বাবুল-সৌমিত্র-নিশীথ

By

Published : Aug 2, 2020, 9:24 PM IST

কলকাতা, 2 অগাস্ট : BJP-র চাণক্য অমিত শাহের কোরোনা ধরা পরতেই বাংলার দুই সাংসদ সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক ও পরিবেশ-বন-জলবায়ু পরিবর্তনের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় হোম কোয়ারানটিনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন । আজ থেকেই 14 দিন হোম কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নিলেন তাঁরা । গত 31 জুলাই দিল্লিতে অমিত শাহের দপ্তরে দুই সাংসদ দেখা করেছিলেন।

তবে, দুই সাংসদই এখন দিল্লিতে । তাঁরা আপাতত 14 দিন দিল্লিতেই থাকবেন । তবে দুই সাংসদ ছাড়াও তাঁদের আপ্ত সহায়ক, গাড়ির চালক ও বাড়ির পরিচারিকাদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হচ্ছে বলে জানা যাচ্ছে ।

সম্প্রতি, রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে দেখা করতে গেছিলেন তাঁরা । BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ , কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক অমিত শাহের দিল্লির অফিসে দেখা করে লিখিত অভিযোগ জানিয়েছিলেন । পাশাপাশি CBI তদন্তেরও দাবি জানিয়েছিলেন তাঁরা।

দলের তরফে নির্দেশ, অন্তত 15 দিন এই দুই সাংসদের সব রকম দলীয় কর্মসূচি স্থগিত রাখা হবে । বিজেপি সূত্রে খবর, BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের একাধিক দলীয় কর্মসূচি ছিল । সেই সমস্ত কর্মসূচি বাতিল করা হল।এই বিষয়ে সৌমিত্র খাঁয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " আপাতত আমি 14 দিন হোম কোয়ারানটিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আমার সংস্পর্শে যারা এসেছে তাঁদেরও এই নির্দেশ দিয়েছি । আমার সমস্ত দলীয় কর্মসূচি বাতিল থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details