কলকাতা, 30 জুলাই : সারদার টাকা ফেরাতে চান শতাব্দী রায় । ED সূত্রে খবর, এই বিষয়ে তাঁদের একটি চিঠিও লিখেছেন তিনি । তবে এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় । কী পদ্ধতিতে এই টাকা নেওয়া হবে তাও ঠিক হয়নি এখনও ।
2012 সালে মিঠুন চক্রবর্তী পদ ছাড়লে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শতাব্দী রায় । তদন্তকারীদের জেরায় শতাব্দী রায়ের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় স্বীকার করেছেন বলে সূত্রের খবর । জানা গেছে, শতাব্দীর সঙ্গে বার্ষিক প্রায় 50 লাখের চুক্তি হয়েছিল সারদার । তবে সঠিক অঙ্কটা ঠিক কত, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য দিতে চায়নি কোনও পক্ষই । এই সংক্রান্ত কিছু নথিও তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর ।
তদন্তে উঠে এসেছে, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াই নয়, নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন তিনি । প্রভাব খাটিয়ে সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে রেলওয়ে ইউজ়ার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢোকানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে । সাংসদ কোটাতেই তিনি ওই কমিটির সদস্য হয়েছিলেন বলে সূত্রে খবর ।
সম্প্রতি শতাব্দী রায়কে ডেকে পাঠায় ED। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তারপরই এই চিঠি পাঠিয়েছেন বলে সূত্রের খবর । চিঠিতে বীরভূমের সাংসদ লিখেছেন, সারদার সঙ্গে তাঁর চুক্তির টাকা ফিরিয়ে দিতে চান । যাতে যে কোনওভাবে লগ্নিকারীদের ওই টাকা ফেরত দেওয়া যায় । যদিও টাকা ফেরালেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ হয়ে যাবে না বলেই সূত্রের খবর । এর আগে মিঠুন চক্রবর্তীও সারদার কাছ থেকে পাওয়া টাকা ফেরত দিয়েছেন ।