কলকাতা, 17 এপ্রিল:বাইরে বেরোলেই ঝাঁ ঝাঁ করছে রোদ । চলছে তাপপ্রবাহ । চারপাশ যেন ঝলসে যাচ্ছে । জামাকাপড় গায়ে তোলা যাচ্ছে না ৷ গরমে হাসফাঁস অবস্থা । ওদিকে নানা রকম অনুষ্ঠানও লেগেই রয়েছে । পয়লা বৈশাখ, বিয়ে বাড়ি, বার্থ ডে পার্টি, সোশ্যাল গেট টুগেদার, বন্ধু-বান্ধবদের হৈ-হুল্লোর পার্টি কোনওটারই বিরাম নেই ৷ কাজেই সে সব জায়গাতেও যেমন তেমন ভাবে চলে গেলে চলবে না ৷ কিন্তু এই গরমে কী পরে যাব, তা নিয়েই ল্যাজে গোবরে অবস্থা প্রত্যেকের । আজকের নারীদের চিন্তা কমাতে ফ্যাশন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার নিয়ে এসেছেন 'সামার কালেকশন'।
এই প্যাচপ্যাচে গরমকে গায়ে না মেখেও কী ভাবে ফ্যাশনেবল হয়ে ওঠা যায় তার উপায় বাতলে দিয়েছেন তিনি । গরমের পোশাক হিসাবে তিনি শাড়িকেই বেছে নিয়েছেন । আর তার সঙ্গে অবশ্যই ডিজাইনার ব্লাউজ । স্রোতস্বিনীর তৈরি করা ব্লাউজে অভিনবত্বের সঙ্গে মিশে আছে আরাম । ব্লাউজের ডিজাইনে, কাটিং-এ, রঙে-বাহারে এক স্বতন্ত্রতা তৈরি করতে পেরেছেন তিনি । ব্লাউজের সঙ্গে মানানসই শাড়িও নিয়ে এসেছেন স্রোতস্বিনী । বলা বাহুল্য, মেয়েদের মনের কথা জানেন এই ডিজাইনার ।
এ বার প্রশ্ন, কী কী থাকছে স্রোতস্বিনী মজুমদারের 'সামার কালেকশনে'? তিনি জানালেন, প্যাস্টল শেডস-এর সঙ্গে স্মার্ট কাট, তার মধ্যে এমব্রয়ডারি - ঐতিহ্যের সঙ্গে সমকালীন আধুনিকতাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷