নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি:সারদা মামলায় (Saradha Case) প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরমের স্ত্রী (P Chidambaram's wife) নলিনী চিদম্বরম-সহ সুবিধেভোগীদের 6 কোটি টাকারও বেশি সম্পত্তি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attaches assets)৷ শুক্রবার ইডির তরফে এ কথা জানানো হয়েছে ৷ ইডি আজ জানিয়েছে, নলিনী চিদম্বরম ছাড়াও প্রাক্তন সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাস এবং অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত অঞ্জন দত্তের মালিকানাধীন কোম্পানির সম্পত্তিও অ্যাটাচ করা হয়েছে ।
6 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত: ফেডারেল এজেন্সি এক বিবৃতিতে বলেছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে 3.30 কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং 3 কোটি টাকার অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার জন্য একটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে । এই সম্পত্তি সারদা গ্রুপ এবং অন্যান্য ব্যক্তিদের মালিকানাধীন ছিল, যাঁরা সারদা থেকে আসা "অপরাধের আয়"-এর সুবিধাভোগী ছিল বলে জানিয়েছে ইডি ৷