পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saradha Case: সারদা মামলায় চিদম্বরম-পত্নী ও প্রাক্তন সিপিএম বিধায়ক-সহ সুবিধাভোগীদের সম্পত্তি অ্যাটাচ করল ইডি - সারদা মামলা

সারদা মামলায় (Saradha Case) পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম (P Chidambaram's wife) ও প্রাক্তন সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাস-সহ সুবিধাভোগীদের 6 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করল ইডি (ED attaches assets)৷

P Chidambaram and his wife ETV Bharat
পি চিদম্বরম ও তাঁর স্ত্রী

By

Published : Feb 3, 2023, 5:52 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি:সারদা মামলায় (Saradha Case) প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরমের স্ত্রী (P Chidambaram's wife) নলিনী চিদম্বরম-সহ সুবিধেভোগীদের 6 কোটি টাকারও বেশি সম্পত্তি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attaches assets)৷ শুক্রবার ইডির তরফে এ কথা জানানো হয়েছে ৷ ইডি আজ জানিয়েছে, নলিনী চিদম্বরম ছাড়াও প্রাক্তন সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাস এবং অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত অঞ্জন দত্তের মালিকানাধীন কোম্পানির সম্পত্তিও অ্যাটাচ করা হয়েছে ।

6 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত: ফেডারেল এজেন্সি এক বিবৃতিতে বলেছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে 3.30 কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং 3 কোটি টাকার অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার জন্য একটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে । এই সম্পত্তি সারদা গ্রুপ এবং অন্যান্য ব্যক্তিদের মালিকানাধীন ছিল, যাঁরা সারদা থেকে আসা "অপরাধের আয়"-এর সুবিধাভোগী ছিল বলে জানিয়েছে ইডি ৷

কাদের সম্পত্তি অ্যাটাচ করল ইডি ? "সুবিধাভোগীদের" মধ্যে রয়েছেন নলিনী চিদাম্বরম, দেবব্রত সরকার (ইস্টবেঙ্গল ক্লাবের আধিকারিক), দেবেন্দ্রনাথ বিশ্বাস (প্রাক্তন আইপিএস অফিসার তথা প্রাক্তন সিপিএম বিধায়ক) এবং অসমের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা রাজ্য কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি অঞ্জন দত্তের মালিকানাধীন অনুভূতি প্রিন্টার্স অ্যান্ড পাবলিকেশন্স ।

আরও পড়ুন:সারদা কাণ্ডে প্রাক্তন পুলিশকর্তাকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ, 'ফ্রিজ' জোড়া ব্য়াংক অ্য়াকাউন্ট

এখনও পর্যন্ত বাজেয়াপ্ত 600 কোটি টাকার সম্পত্তি: 2013 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ, অসম এবং ওড়িশায় সারদা চিট ফান্ড কেলেঙ্কারি করেছে বলে অভিযোগ ৷ ইডি বলেছে, "এই গ্রুপের কোম্পানির দ্বারা সংগৃহীত মোট অর্থের পরিমাণ প্রায় 2,459 কোটি টাকা, যার মধ্যে সুদের পরিমাণ বাদ দিয়ে প্রায় 1,983 কোটি টাকা এখনও পর্যন্ত আমানতকারীদের কাছে বাকি রয়েছে ৷" এখনও পর্যন্ত সেই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় 600 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ।

ABOUT THE AUTHOR

...view details