কলকাতা, 3 অগস্ট: পঞ্চায়েতে ভাঙড়ে ভালো ফল করায় আগামী 13 অগস্ট সেখানে বিজয় উৎসব পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিজয় উৎসবে বিরোধী তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ জানালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷ তিনি জানান, সংবাদমাধ্যমে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তিনি নিজে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন 'ছোট ভাই' নওশাদকে ৷ উক্ত অনুষ্ঠানে তাঁর নিরাপত্তার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন শওকত মোল্লা ৷
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সবচেয়ে উত্তেজনাপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল ভাঙড় ৷ মনোনয়ন পেশ থেকে ফলপ্রকাশ - নিত্যদিন লেগে ছিল তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের সংঘর্ষ, বোমাবাজি ৷ সেখানেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সাফল্য উদযাপন করতে 13 অগস্ট বিজয় উৎসবের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই অনুষ্ঠানেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ জানালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷
বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, "ভাঙড়ে 2021 সালে আমরা পরাজিত হয়েছিলাম ৷ পঞ্চায়েত নির্বাচনে আমরা ভাঙড়ে অভূতপূর্ব ফল করেছি ৷ এই কারণে আগামী 13 তারিখ রবিবার শোনপুর সবজি মার্কেটের বড় মাঠে বিজয় উৎসব হবে ৷ ওখানকার যিনি বিধায়ক আছেন, আমি তাঁকে ছোট ভাই বলি, আপনাদের মাধ্যমে তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি ৷ প্রয়োজনে আমি ওখানকার পর্যবেক্ষক হিসেবে নিজেও তাঁকে একটি চিঠি দেব, তাঁকে এই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাব ৷"
যুযুধান দু পক্ষের নেতা এক মঞ্চে এলে কোনও সমস্যা হবে কি না, এই প্রশ্নের জবাবে শওকত মোল্লা বলেন, "আমি নিজে দায়িত্ব নিচ্ছি ৷ তিনি যদি যান, তাহলে আমি তাঁকে নিজে সেখানে সঙ্গে করে নিয়ে যাব ৷ আর তাঁর সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার ৷"
আরও পড়ুন:ফুরফুরায় ভাইজান সমর্থকদের বিক্ষোভের মুখে শওকত মোল্লা