পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santunu Sen Criticized BJP: 'বিজেপির একতরফা রাজনীতির শিকার বাংলা', সংসদে সরব শান্তনু

সংসদে সরব শান্তনু সেন ৷ এদিন অর্থাৎ বৃহস্পতিবার সংসদে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকার মিড-ডে মিল (Midday Meal) প্রদানে ভালো কাজ করলেও প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে । অথচ পিএম কেয়ার নিয়ে কোনও তদন্ত হচ্ছে না।

Santunu Sen Criticized BJP
সংসদে সরব শান্তনু

By

Published : Feb 9, 2023, 10:38 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সংসদে বিজেপির একতরফা রাজনীতি নিয়ে সরব হল তৃণমূল। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Santunu Sen) কেন্দ্রের বিরুদ্ধে বৈমাত্রেয়সুলভ আচরণের অভিযোগ তুলেছেন। অভিযোগ করেছেন, কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। এদিন অর্থাৎ বৃহস্পতিবার তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকার মিড-ডে মিল প্রদানে ভালো কাজ করলেও প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে । অথচ পিএম কেয়ার (PM CARES Fund) নিয়ে কোনও তদন্ত হচ্ছে না।

এদিন তিনি বলেন, "বিভিন্ন ক্ষেত্রে দেশের সবচেয়ে ভালো কাজ হয়েছে যে রাজ্যগুলিতে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম । অথচ বারবারই রাজ্য-কেন্দ্র বঞ্চনার শিকার হচ্ছে । রাজ্যের প্রাপ্য অর্থ বন্ধ করে একটা অর্থনৈতিক ব্লকেজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে ।" তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলের অডিট করতে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে । অথচ বছরের পর বছর পিএম কেয়ার ফান্ডে অডিট করা হচ্ছে না। একইসঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে নাম পরিবর্তন নিয়েও কেন্দ্রকে খোঁচা দিয়েছেন এই তৃণমূল সাংসদ ।

তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার নাম পরিবর্তনের ক্ষেত্রে দেশের মধ্যে পাইওনিয়ার । অথচ রাজ্যের ক্ষেত্রে নাম পরিবর্তনের অজুহাত দিয়ে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে ।" শান্তনু সেনের কথায়, "আমাদের কেন্দ্রীয় সরকারকে বলব প্রতিহিংসার পথ থেকে সরে আসুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় কেন্দ্রের কাছে থাকা জনহিতকর প্রকল্পের বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়া হোক। এটাই কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি।"

আরও পড়ুন:আদানি-বিতর্কে উত্তাল সংসদ! মুলতুবি রাজ্য়-লোকসভা বাজেট অধিবেশন

এই নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, "শান্তনুবাবুরা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন অথচ কেন্দ্রীয় সরকার কোনও দফতরে, কোনও প্রকল্পের টাকা দেয়নি সে কথা স্পষ্ট করে বলছেন না।" তিনি আরও বলেন, এরাজ্যে গরিব মানুষের টাকা লুট হয়ে যাচ্ছে। তারপরেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন রাজ্য যদি গরিব মানুষের টাকার হিসেব না-দিতে পারে এবং সেই টাকা লুট হয়ে যায়, তাহলে কি তাদের আদৌ টাকা দেয়া উচিত?"

ABOUT THE AUTHOR

...view details