কলকাতা, 2 অগস্ট:নুসরত জাহান মিথ্যে কথা বলছেন বলে দাবি করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ৷ তৃণমূলের বসিরহাটের সাংসদকে গ্রেফতারের দাবি তুলেছেন তিনি ৷ শঙ্কুদেবের আরও দাবি, অবিলম্বে পদত্যাগ করা উচিত নুসরত জাহানের ৷
অভিযোগ মিথ্যে বলে দাবি নুসরতের: তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ করে ইডি-র কাছে নালিশ জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ৷ তারই প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বসিরহাটের সাংসদ ৷ তিনি দাবি করেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে ৷ তিনি কোনও প্রতারণার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন নুসরত ৷ নিজের বক্তব্যের সমর্থনে কিছু তথ্য পেশ করে তিনি বলেন, যাবতীয় নথি তাঁর কাছে রয়েছে যা প্রমাণ করে যে তিনি কোনও প্রতারণা করেননি ৷
ফের অভিযোগ শঙ্কুদেবের: নুসরতের সাংবাদিক সম্মেলনের অব্যবহিত পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্কুদেব পণ্ডা ফের নুসরতের বিরুদ্ধে বিরুদ্ধে বৃহত্তর আর্থিক দুর্নীতি করার অভিযোগ তুলেছেন ৷
তিনি বলেন, "আমরা ইডিতে অভিযোগ করেছি । এ বার আমরা অপেক্ষা করছি । প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হব । নুসরত জাহান আসলে অপেক্ষা করছেন, কবে এই প্রবীণরা মারা যাবেন ৷ তাহলে তো আর টাকা ফেরত দিতে হবে না । তবে প্রতারণার টাকা উদ্ধার করেই ছাড়ব । অতীতে এক অপরাধীকে সাহায্য করারও ঘটনা রয়েছে নুসরত জাহানের বিরুদ্ধে ।"