পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু বিধানসভায় - কোরোনা

কোরোনা সংক্রমণ রোধে রাজ্যের বিভিন্ন জায়গায় স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু হয়েছে । সরকারি দপ্তরগুলোতে স্যানিটাইজ় করা হচ্ছে । এবার জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হল বিধানসভাতেও ।

sanitaization work
বিধানসভায় জীবাণুনাশক স্প্রে

By

Published : Apr 17, 2020, 1:20 PM IST

কলকাতা, 17 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার বিধানসভার ভিতরে শুরু হল জীবাণুনাশক স্প্রে করার কাজ । বিধানসভার সবকটি ঘরে সকাল থেকেই শুরু হয়েছে এই কাজ । দমকলের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হয় বিধানসভার প্রধান প্রবেশদ্বারে । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘর, সবকটি বিরোধী রাজনৈতিক দলের ঘরেও সতর্কতার সঙ্গে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে । এছাড়া বিধানসভার লাইব্রেরি, ক্যান্টিন এমনকী যাওয়া-আসার রাস্তাতেও পর্যাপ্ত পরিমাণে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরসহ সমস্ত মন্ত্রীদের ঘর, সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘর-সহ বিধানসভার আনাচে-কানাচে সর্বত্র জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে । সকাল থেকেই এই কাজে তদারকি করার জন্য উপস্থিত হয়েছেন বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়, বিধানসভার কেয়ারটেকার মুজিবুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা । কোরোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে ।

আজ সকাল 9টা 45 নাগাদ কাজ শুরু হয় । গোটা বিধানসভা চত্বর স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু হয় । চারটি দমকলের গাড়ির মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হয় 52 জন মন্ত্রীর ঘরে, সাতটি রাজনৈতিক দলের ঘরে । এছাড়াও দমকল বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা সকাল থেকেই বিধানসভায় এসেছেন । সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে স্প্রে করার কাজ । বিধানসভার প্রেস কর্নার, গাড়ির চালকদের ঘরসহ সর্বত্র চলছে জীবাণুনাশক স্প্রে করার কাজ ।

ABOUT THE AUTHOR

...view details