পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sanitary Pad Vending Machine: পেট্রল পাম্পে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, উদ্যোগে বাংলার 'প্যাডম্যান'

এবার শুধু মহিলা সুলভ শৌচাগারে নয়, পেট্রল পাম্পেও আপৎকালীন সময়ে মিলবে স্যানিটারি ন্যাপকিন । বাঁশদ্রোণীর পেট্রল পাম্পে বসানো হল স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন । নেপথ্যে বাংলার প্যাডম্যান ।

sanitary pad vending machine
পেট্রল পাম্পে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন

By

Published : Jun 2, 2023, 10:27 PM IST

পেট্রল পাম্পে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন

কলকাতা, 2 জুন: মহিলাদের সুবিধার জন্য এবার শহরের একটি পেট্রল পাম্পে বসানো হল স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন । বৃহস্পতিবার বাংলার প্যাডম্যান শোভন মুখোপাধ্যায়ের মা ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশদ্রোণীর পেট্রল পাম্পে বসানো হয়েছে এই মেশিন ।

প্রত্যেকদিন রাস্তা ঘাটে মহিলাদের চলতে ফিরতে বিশেষ সময় বিশেষ প্রয়োজনীয় জিনিস হাতের কাছে নাই থাকতে পারে ৷ ফলে সেই সময়ে অস্বস্তি থেকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন । তবে এবার থেকে শুধুমাত্র মহিলা সুলভ শৌচাগারে নয়, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন-এর সুবিধা পাওয়া যাবে পেট্রল পাম্পেও । উদ্যোগে মা ফাউন্ডেশন ।

পেট্রল পাম্পে এই মেশিন বসানোর ভাবনা কোথা থেকে এল ? এই প্রশ্নের উত্তরে বাংলার প্যাডম্যান নামে জনপ্রিয় শোভন মুখোপাধ্যায় জানান, সম্প্রতি তিনি উত্তরবঙ্গের দার্জিলিং শহরে বেড়াতে গিয়েছিলেন । সফর চলাকালিন যাত্রীদের শৌচাগারের সুবিধার জন্য পেট্রল পাম্পগুলিতে বাস থামছিল। সেখান থেকেই তাঁর এই ভাবনা এসেছে বলে জানিয়েছেন তিনি।

এই ভাবনা থেকেই তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করায় প্রথমে কোনও সাড়া পাননি। এরপর বাঁশদ্রোণীর একটি পেট্রল পাম্পের মহিলা মালিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। আগ্রহী হয়ে এই উদ্যোগে শোভন মুখোপাধ্যায়কে সাহায্য করতে এগিয়ে আসেন ওই মহিলা। এরপরেই বাঁশদ্রোণীর ওই পেট্রল পাম্পটিতে বসানো হয় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন।

সুলভ শৌচালয় বন্ধ হয়ে যাওয়ার পরেও যাতে দিনে-রাতে আপদকালীন সময় পেট্রল পাম্প থেকেই পথচলতি মহিলারা সংগ্রহ করতে পারেন হাইজিন প্যাড তাই এই ব্যবস্থা। শোভন মুখোপাধ্যায় বলেনে, "দক্ষিণ কলকাতার যে পেট্রল পাম্পগুলি রয়েছে তার আশেপাশে সুলভ শৌচালয় থাকে বেশিরভাগ জায়গায়। তবে উত্তর কলকাতার একাধিক পেট্রল পাম্প এমন রয়েছে যার আশেপাশে সুলভ শৌচাগার নেই। তাই এবার উত্তর কলকাতার পেট্রল পাম্পগুলির সঙ্গে কথা বলে সেই জায়গাগুলোতে এই ধরনের মেশিন লাগাবার উদ্যোগ নিয়েছি।"

আরও পড়ুন: মহিলাদের সচেতনতায় শিলিগুড়ির 'প্যাডম্যান', বিলোচ্ছেন বইও

তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গে এই প্রথম একটি পেট্রল পাম্পে এই ধরনের মেশিন বসানো হয়েছে। তবে কলকাতার একাধিক পেট্রল পাম্পে এইধরনের মেশিন বসাবার পরিকল্পনা রয়েছে তাঁর। এই মেশিন থেকে একটি প্যাড নিতে হলে পাঁচ টাকা দিতে হবে। একবারে 70টি প্যাড রাখা যায় এই মেশিনে। প্রসঙ্গত 2017 সালে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য শোভন মুখোপাধ্যায় আলাদা শৌচালয়ের ব্যবস্থা করেন। তারপর শহরের একাধিক সুলভে তিনি নিজের খরচে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details