কালকাতা, 29 নভেম্বর:বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন 'সংগ্রামী যৌথ মঞ্চ।' প্রায় 300 দিনের বেশি পার করেছে তাদের অবস্থান-আন্দোলন । তাদের অবস্থান মঞ্চের ঢিল ছোঁড়া দূরত্বেই বুধবার দলীয় সভায় বক্তব্য রাখতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে সোশাল মিডিয়া গণ চিঠি পাঠাতে চলেছেন আন্দোলনকারীরা ।
বুধবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে প্রতিবাদী সদস্য ভাস্কর ঘোষ একটি চিঠি প্রকাশ করেছেন । সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বাজার সূচক অনুসারে তাদের ডিএ দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার বছরের পর বছর বঞ্চিত করছেন কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের । জিনিসপত্রের দামের সঙ্গে ডিএ না-বাড়ানোয় কর্মী ও অবসরপ্রাপ্তদের জীবনশৈলীর মান ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে । আর্থিকভাবে তারা বঞ্চনার শিকার হচ্ছেন । এই নিয়ে 300 দিনের বেশি অবস্থান আন্দোলন চালানো হচ্ছে । বিভিন্ন সময় অভিনব কায়দায় প্রতিবাদও দেখিয়েছেন তাঁরা । তবে সমস্যার সমাধান হয়নি । অথচ রাজ্যের তরফে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কোনও লক্ষণ নেই । তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সমস্যা সমাধানে হস্তক্ষেপ করুন। তিনি অন্তত বুঝবেন নির্দিষ্ট হারে ন্যায্য ডিএ কর্মী ও অবসরপ্রাপ্তদের কতটা প্রয়োজন ।