পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Samik Bhattacharya পার্টির কর্মী তৈরিতে খরচ হচ্ছে, বেআইনি সম্পত্তি কিনতে নয়, খোঁচা শমীকের

রাজারহাটের বৈদিক ভিলেজে শুরু হয়েছে বঙ্গ বিজেপির (Bengal BJP) প্রশিক্ষণ শিবির। ব্যবস্থা নাকি ঢালাও। এক শিবিরেই খরচ প্রায় 2 কোটি। বিজেপির এই প্রশিক্ষণ শিবির (Bengal BJP Training Camp) নিয়ে প্রশ্ন উঠল রাজনৈতিক মহলে।

Samik Bhattacharya
শিবির আয়োজনে বৈভব দেখায় না বিজেপি, সাফ বক্তব্য শমীক ভট্টাচার্যর

By

Published : Aug 30, 2022, 6:41 AM IST

কলকাতা, 29 অগস্ট:আজ থেকে শুরু হল বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির (Bengal BJP Training Camp) ৷ বিলাসবহুল রিসোর্টে তিনদিন থাকার ব্যবস্থাও করা হয়েছে ৷ যার জন্য খরচ হচ্ছে দু'কোটি টাকার কাছাকাছি ৷ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ছাড়াও তিনদিন ব্যাপী এই শিবিরে থাকছে রাজ্য বিজেপির সাংসদ, বিধায়ক, 42 জন সাংগঠনিক জেলা সভাপতি, মোর্চার সদস্য ছাড়াও আরও অনেকেই । যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা ৷

জানা গিয়েছে যে নেতৃত্বদের জন্য থাকছে স্যুইট রুমের ব্যবস্থা। পাশাপাশি 100টির উপর কটেজ এবং রুমও বুক করা হয়েছে। সূত্রের খবর, এই ঢালাও ব্যবস্থার জন্য খরচ হচ্ছে প্রায় 2 কোটি টাকা। ওয়াকিবহাল মহল মনে করছে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছে যাঁরা তাঁদের মধ্যে অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। সেখানে কোটি টাকা খরচা করে তিন দিনের এই শিবির বৈভবের নামান্তর মাত্র।

পাশাপাশি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈদিক ভিলেজকে বৃন্দাবন কটেজে সঙ্গে তুলনা করার বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এই প্রশিক্ষণ শিবির নতুন নয়। এর আগে প্রশিক্ষণ শিবির হলদিয়াতে হয়েছিল । এটা কোনও বৈভবের বিষয় নয় । এখানে কোনও বৈভব নেই। বাইরে থেকে যতটা খরচ হচ্ছে বলে মনে হয় আদতে তেমনটা নয়। তবে হ্যাঁ, কিছু খরচ তো হচ্ছেই । কিন্তু আমাদের পার্টির কোনও নেতা দুর্নীতি করছেন না । বাড়ি তৈরিতে আমাদের খরচ হচ্ছে না । পার্টির কর্মী তৈরিতে খরচ হচ্ছে এবং তা ভবিষ্যতেও হবে ।"

শিবির আয়োজনে বৈভব দেখায় না বিজেপি, সাফ বক্তব্য শমীক ভট্টাচার্যর

আরও পড়ুন:দিলীপ, শুভেন্দুদের নাম করে আক্রমণ অভিষেকের

ভোট পরবর্তী হিংসায় হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক (BJP Workers) ঘর ছাড়া হয়েছেন । এই বিষয়ে শমীক ভট্টাচার্য বলেন, "একথা ঠিক যে ভোট পরবর্তী হিংসার পরে আমাদের বহু কর্মী-সমর্থক যারা এই ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন তাঁদের অনেকের কাছে পৌঁছতে পারলেও এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সাহায্য পৌঁছতে পারা যায়নি এর কারণ প্রশাসনিক অসহযোগিতা ৷ 2 মে'র পরে আমাদের 56 জন কর্মী খুন হয়ে গেলেন। 8000-এর বেশি কর্মী ঘর ছাড়া হয়েছেন।"

ABOUT THE AUTHOR

...view details