কলকাতা, 9 মে: কালজয়ী সাহিত্যক সমরেশ মজুমদার সোমবার ইএমবাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার তাঁর অনুরাগীদের ভিড়েই শবদেহ নিয়ে যাওয়া হল শেষকৃত্যের জন্য। প্রয়াত সাহিত্যিকের শেষকৃত্য সম্পন্ন হল খানিকটা অনাড়ম্বরেই ৷ যদিও বিদায়বেলায় সমরেশ মজুমদারকে শেষ সম্মান জানাতে ভিড় জমালেন শাসক-বিরোধী সব রাজনৈিক দলের নেতারা। ফুলের মেলায় শেষ শ্রদ্ধা জানানো হল তাঁকে। তবে শেষবেলায় আধুনিক কবি, সাহিত্যিক কিংবা লেখকদের দেখা মেলেনি উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে ৷ তিনতলা বাড়ির নীচের তলায় ছোট্ট ঘরে সাদা কাপড় ঢেকে শোওয়ানো ছিল সাহিত্যিকের মরদেহ ৷
ছোটবেলার বন্ধু থেকে, পাঠক-পাঠিকারা সকাল থেকেই এসেছেন ফুলমালা দিয়ে শেষ বিদায় জানাতে। প্রয়াত সাহিত্যিককে শেষ বিদায় জানাতে হাজির হন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "তাঁকে হারানো শুধু সাহিত্য জগতের কাছে নয় কয়েক প্রজন্মের জন্য ক্ষতি। তাঁর সৃষ্টি, তাঁর লেখা সব প্রজন্মকে রসদ জুগিয়ে যাবে বছরের পর বছর।" মালা দিয়ে শ্রদ্ধা জানান, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনিও ভারাক্রান্ত মনে দুঃখ প্রকাশ করেন সমরেশ মজুমদারের মৃত্যুতে।