কলকাতা, 15 মে: রবীন্দ্রনাথ ঠাকুর 1924 সালে গিয়েছিলেন চিন সফরে। সীমান্তে যুদ্ধ বাতাবরণ চললেও বাঙালি তথা ভারতীয়দের মধ্যে চিন ঘিরে বাড়তি উত্তেজনা সবসময়ই লক্ষ্য করা যায় । বিশ্বভারতী ছাড়া সে দেশের ভাষা শিখতে হলে ব্যক্তিগতভাবে পয়সা খরচ করে তা মূল্যায়ণ করতে হয় । তবে এবার নতুন উদ্যোগ নিল সল্টলেকের এক বেসরকারি স্কুল। সেখানকার পড়ুয়াদের তৃতীয় ভাষা হিসাবে শেখানো হবে চিনা ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তারই উদ্বোধন করল সল্টলেকের সেন্ট জোনস স্কুল।
বর্তমান প্রজন্ম কাজের সূত্রে, কলকাতা এবং ভারতের বাইরে যাওয়ার প্রবণতা বেশি। দেশের বাইরে গিয়ে কাজ করতে গেলে প্রয়োজন পড়ে হিন্দি এবং ইংরাজি ভাষার । বর্তমান প্রজন্ম মূলত এই দুই ভাষাতেই দক্ষ। দেশের বাইরে গিয়ে যাতে ভাষার কোনও সমস্যা না-হয় তাই চিনা ভাষা শেখানোর এই ভাবনা বলেই জানান স্কুলের ভাইস প্রিন্সিপাল লুসিয়া গুপ্ত। তিনি বলেন, "ছোট থেকে কিছু জিনিস শিশুদেরকে শেখালে তা বুঝতে সুবিধা হয়। সে জন্যই আমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণিকে বেছে নিয়েছি। যাদের তৃতীয় ভাষা হিসাবে চিনা ভাষা শেখানো হবে ৷ আমরা প্রথমেই শুরু করেছি চিনা ভাষা দিয়ে ৷ তবে আগামী দিনে ফ্রান্স এবং জার্মান ভাষা শেখানোর চেষ্টা করছি ।"